কলকাতা টিভি ওয়েব ডেস্ক : শহরের ব্যস্ত রাস্তার পাশের রেস্তোরাঁয় আগুন। ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। বৃহস্পতিবার এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডটি ঘটেছে উত্তর চিনে। গোটা ঘটনার ফুটেজ পাওয়া গিয়েছে সিসিটিভি থেকে। যেখানে দেখা গিয়েছে রাস্তা জুড়ে কুণ্ডলী পাকানো ধোঁয়া। প্রাণে বাঁচার জন্য স্থানীয়রা ছোটাছুটি করছেন।
উদ্ধারকারীরা জানিয়েছে ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। আহত ৩৩। মৃত এবং আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকারীদের। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ঘটনার পর অ্যাম্বুল্যান্স এবং দমকল পৌঁছায় ঘটনাস্থলে। ওই রেস্তোরাঁর পাশের রাস্তায় দাড়িয়ে থাকা গাড়ি, অ্যাম্বুল্যান্স এবং বাস ওই আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। সেই সব ক্ষতিগ্রস্ত গাড়িগুলোকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও চলছে উদ্ধারকার্য।
চিনে গ্যাস লিক করে দুর্ঘটনা প্রায়শয়ই হয়। দূর্বল নিরাপত্তা কারণেই সাধারণত এই ধরণের ঘটনা হয়ে থাকে। দিন কয়েক আগেই মধ্য চিনের হুবেই প্রদেশের একটি আবাসিক চত্বরে গ্যাস লিক করে আগুন লাগে। গত জুন মাসে ঘটে যাওয়া এই বিস্ফোরণে ২৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়।
আরও পড়ুন – হাল ছেড়ো না বন্ধু! পঁচাশিতে স্নাতক হলেন প্যলেস্তাইনের বৃদ্ধা
এই ঘটনার তদন্তে গ্যাস পাইপ এবং নিরাপত্তা পদ্ধতিতে খামতি খুঁজে পাওয়া যায়। যে কারণে এই ঘটনার জন্য গ্যাস পাইপের মালিকানাধীন কোম্পানির জেনারেল ম্যানেজারসহ আটজনকে পরে আটক করা হয়।