কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মহাকাশ যাত্রায় নয়া ইতিহাস তৈরি করল ইলন মাস্ক ও তাঁর সংস্থা স্পেস এক্স। বিশ্বে এই প্রথম টুরিস্ট নিয়ে মহাকাশ অভিযানের আয়োজন। মোট চার জন পর্যটক নিয়ে ১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে মহাকাশ পাড়ি দিয়েছে স্পেস এক্সের এই ‘ফ্যালকন ৯’ রকেট।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ভারতীয় সময় সকাল ৫ টা ৩২ মিনিটে রওনা দেয় স্পেস এক্সের ইন্সপিরেশন ৪ ‘ড্রাগন’ মহাকাশ যান । যাত্রী ছিলেন ৪ জন সাধারণ মানুষ। এটিই প্রথম মহাকাশ যান যেটি পৃথিবীর কক্ষপথে শুধুমাত্র পর্যটনের জন্য যাচ্ছে।
Dragon and the @inspiration4x astronauts are now officially in space! Dragon will conduct two phasing burns to reach its cruising orbit of 575km where the crew will spend the next three days orbiting planet Earth
— SpaceX (@SpaceX) September 16, 2021
অ্যাস্ট্রোনট ছাড়া এই প্রথম কোনও মহাকাশ যান পৃথিবীর কক্ষপথে পাড়ি দিতে চলেছে। এই মহাকাশযানে ৪ জন মানুষ ৩ দিনের জন্য ৫৭৫ কিলোমিটার প্রদক্ষিণ করবে এই ‘ফ্যালকন ৯’ রকেটের মাধ্যমে। এই রকেট ২৮ হাজার কিলোমিটার গতিবেগে কক্ষপথে প্রদক্ষিণ করবে। পর্যটকদের মধ্যে অন্যতম আমেরিকার জ্যারেড আইজ্যাকম্যান। যিনি এই গোটা ট্রিপের অধিকাংশ খরচ বহন করছেন।
পর্যটক জ্যারেড আইজ্যাকম্যান, জয়ী হ্যালে আরসেনক্স, সিয়ন প্রোক্টর ও ক্রিস সেমব্রোস্কি
তিনি ছাড়াও এই অভিযানে তাঁর সঙ্গে রয়েছেন ২৯ বছরের ক্যান্সার জয়ী হ্যালে আরসেনক্স, ভূ-বিজ্ঞানী সিয়ন প্রোক্টর ও মার্কিন বিমান বাহিনীর প্রাক্তন সদস্য ক্রিস সেমব্রোস্কি।