থিম্পু: লাগাতার বৃষ্টির জেরে এবার হড়পা বানে ভেসে গেল ভুটানের (Bhutan) জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ। পাশাপাশি হড়পা বানের (Flash flood) তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে জলবিদ্যুৎ কেন্দ্রের ৭ কর্মীর। নিখোঁজ অন্তত ১৬। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। ইতিমধ্যে ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং (Bhutan PM) স্বয়ং দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ওই জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন।
জানা গিয়েছে, পূর্ব ভুটানের এক প্রত্যন্ত এলাকায় ৩২ মেগাওয়াটের ইয়ুংগিচ্ছু জলবিদ্যুৎ প্রকল্পের একটি শাখা রয়েছে। শুক্রবার সকালে সেখানে হড়পা বান আসে এবং ভূমিধস নামে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয় জলবিদ্যুৎ কেন্দ্রটি। হড়পা বানের তোড়ে ভেসে যায় ওই কেন্দ্রের কর্মী-সহ মোট ২৩ জন। পরে ৭ জনের দেহ উদ্ধার হয়। এখনও নিখোঁজ ১৬ জন। মৃত ৭ জনের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গিয়েছে। বাকি ১৬ জনের খোঁজে তল্লাশি অভিযান চলছে।
এদিকে খবর পেয়েই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং। সমগ্র এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন এবং গাইডলাইন মেনে জলবিদ্যুৎ কেন্দ্রের কাজ হচ্ছিল কিনা সে ব্যাপারে খোঁজ-খবর নেন তিনি। হড়পা বানে নিখোঁজদের হদিশ পেতে তল্লাশি অভিযান জারি রাখার কথাও জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, ২০২১ সালে এরকমই এক হড়পা বানে বড় দুর্ঘটনার সাক্ষী হয়েছিল ভুটান। সেবার চিন ও ভারতের মাঝে ভুটানের প্রত্যন্ত এলাকায় এক মাউন্টেন ক্যাম্প হড়পা বানে ভেসে যায়। ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়। আবার চলতি বছর নেপালে এরকমই এক হড়পা বানে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয় এবং ২৫ জন নিখোঁজ হয়ে যান।