ওয়েব ডেস্ক: প্রকৃতির রোষানল থেকে মুক্তি পাচ্ছে না আমেরিকা (USA)। দীর্ঘদিন দাবানলে জ্বলেছে আমেরিকার ক্যালিফোর্নিয়া সহ একাংশ। আর এবার হড়পা বানে (Flash Flood) ভাসল টেক্সাস (Texas)। প্রবল বৃষ্টিপাতের (Heavy Rainfall) জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি (Flood) তৈরি হয়েছে সেখানে। দক্ষিণ-পশ্চিম টেক্সাসের গুয়াদালুপে নদীতে হঠাৎ হড়পা বান দেখা দেওয়ায় নদীর জলের তোড়ে বহু মানুষ ভেসে গিয়েছেন বলে খবর। ইতিমধ্যে নদী থেকে ২৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন অনেকে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর, সপ্তাহান্তে নদী সংলগ্ন এলাকায় একটি স্কুলের ‘সামার ক্যাম্প’-এ এসেছিলেন বেশ কয়েকজন পড়ুয়া। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ২৩ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে, তাঁরা জলের তোড়ে ভেসে গিয়েছে। যদিও টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এখনও আশাবাদী। তিনি জানান, “পড়ুয়ারা হয়তো জলের তোড়ে হারিয়ে যায়নি।”
আরও পড়ুন: প্যারিসে সাইকেল চুরির ধুম! লাটে উঠছে সব ‘জয়রাইড’ ব্যবসা
এদিকে উদ্ধারকাজে তৎপর হয়েছে প্রশাসন। ইতিমধ্যেই ৫০০ জন উদ্ধারকর্মী ও ১৪টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে আকাশপথে তল্লাশি। তবে লাগাতার ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজে বারবার বাধা সৃষ্টি হচ্ছে। শুক্রবার মাত্র ৪৫ মিনিটের টানা বৃষ্টিতে গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট বেড়ে যায়। এই জলস্ফীতিই সৃষ্টি করে ভয়াবহ হড়পা বান তৈরি হয়।
দেখুন ভিডিও:
#BREAKING: Catastrophic flooding hits Texas after extreme rainfall, water rescues underway, fatalities unconfirmed.
Some areas received more than a summer’s worth of rain in mere hours, overwhelming dry ground and triggering severe flash floods.#Texas #TexasFloods #FlashFlood… pic.twitter.com/PW8XOyerCQ
— upuknews (@upuknews1) July 4, 2025
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনে এই এলাকায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নদীতে আবার হড়পা বান দেখা দিতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন। নদী তীরবর্তী এলাকার বাসিন্দা ও পর্যটকদের সেখান থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দেখুন আরও খবর: