কাবুল: আফগানিস্তানের (Afghanistan) নয়া তালিবান (Taliban) সরকারের সঙ্গে পাকিস্তানের (Pakistan) সখ্য নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের৷ সেই পাকিস্তানের জন্য কাবুল বিমানবন্দরের (Kabul Airport) রানওয়ে খুলে দিল তালিবান সরকার৷ সোমবার সকালে একটি পাক যাত্রিবাহী বিমান ছুঁল আফগানিস্তানের মাটি৷ তালিবান ২.০ আমলে এই প্রথম কোনও বাণিজ্যিক উড়ান নামল কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে৷
আরও পড়ুন: জঙ্গিদের গুলিতে শহীদ তরুণ কাশ্মীরি পুলিশ অফিসারের শেষকৃত্যে মানুষের ঢল
সোমবার ইসলামাবাদ থেকে হাতে গোনা কয়েকজন যাত্রীকে নিয়ে কাবুলে নামে পাকিস্তান এয়ারলাইন্সের বিমান (Pakistan International Airlines PIA)৷ ওই বিমানের সওয়ারি ছিলেন ১০ জন যাত্রী৷ তাঁদের একজন ছিলেন সংবাদসংস্থা এএফপি-র সাংবাদিক৷ কাবুল পৌঁছে তিনি বলেন, ‘বিমানবন্দরে বিমানই খুঁজে পেলাম না৷ ১০ জন লোক রয়েছে৷ যাত্রীদের থেকে কর্মী সংখ্যা বেশি৷’
#UPDATES A Pakistan International Airlines plane carrying handful of passengers touches down at Kabul airport, the first international commercial flight to land since the Taliban retook power
.@AFP journalist on flight says only “around 10 people” aboard pic.twitter.com/qF5GAUeisY
— AFP News Agency (@AFP) September 13, 2021
৩ সেপ্টেম্বর থেকে অন্তর্দেশীয় বিমান চলাচল শুরু হয়েছে আফগানিস্তানে৷ কিন্তু এই প্রথম বিদেশ থেকে কোনও বিমান নামল আফগানিস্তানে৷ পিআইএ মুখপাত্র জানিয়েছেন, সপ্তাহের শেষে দুই দেশের মধ্যে বাণিজ্যিক উড়ানের সংখ্যা আরও বাড়াতে চায় তারা৷ কিন্তু ইসলামবাদ ও কাবুল রুটে দিনে কত বিমান চলবে সেটা তিনিও বলতে পারেননি৷
আরও পড়ুন: আফগানিস্তান ইস্যু নিয়ে ৮ দেশের আলোচনা সাংহাই সামিটে, ভার্চুয়ালি থাকছেন নরেন্দ্র মোদি
৩১ অগস্ট পর্যন্ত কাবুল বিমানবন্দর ও সংলগ্ন এলাকা মানুষের থিকথিকে ভিড় দেখা যেত৷ দেশ ছেড়ে পালাতে আফগানরা ভিড় করতেন কাবুল বিমানবন্দরে৷ যাঁরা দেশ ছাড়ার অনুমতি পেয়েছিলেন কেবল তাঁরাই বিদেশে চলে যেতে পেরেছেন৷ লক্ষাধিক মানুষ আফগানিস্তান ছেড়ে ভিন দেশে আশ্রয় নিয়েছেন৷ বিমান ধরার তাড়ায় মানুষের ভিড়ে কাবুল বিমানবন্দরের অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বিমান চলাচলের মত পরিকাঠামো আর নেই৷ কাতারের সাহায্যে কোনওমতে সচল রয়েছে কাবুল বিমানবন্দর৷