হ্যানয়: ভয়াবহ অগ্নিকাণ্ড ভিয়েতনামের (Vietnam) রাজধানীর (capital Hanoi) এক বহুতলে। অগ্নীকাণ্ডে মৃত ৫৬মৃতদের মধ্যে তিন জন শিশুও রয়েছে। ঘটনায় জখম ৩৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। রাজধানী হ্যানয়েএকটি বহুতলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে গাঢ কালো ধোঁয়ায় ঢেকে যায় বহুতল। আগুনের গ্রাস থেকে বাঁচতে অনেকেই বহুতল থেকে ঝাঁপ দেন। গত ২০ বছরে এটিই ভিয়েতনামের সবথেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আটক করা হয়েছে আবাসনের মালিককে।
নয়তলা ওই বহুতেল দেড়শোজন বাসিন্দা থাকতেন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। অনেকেই প্রাণ বাঁচাতে জানালা থেকে ঝাঁপ দেন। তাতেও বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। আগুন লাগার সঠিক কার এখনও জানা যায়নি। তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, হ্যানয়ের ওই বহুতলের পার্কিং লটে প্রথম আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বাকি আবাসনে। ওই বহুতলে ঠিক মতো বেরনোর রাস্তা ছিল না। আগুন লাগা সত্ত্বেও অনেকে বেরিয়ে আসতে পারেননি।
হোয়া নামের সেখানকার এক বাসিন্দা কোনও মতে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন। তিনি সাংবাদমাধ্যমে জানিয়েছেন, আমি অনেকের আর্তনাদ শুনেছি। তাঁদের সাহায্য করতে পারিনি। পুলিশ ইতিমধ্যে ওই বহুতলের মালিক এনঘিম কোয়াং মিনকে আটক করেছে। অভিযোগ, বহুতলের অগ্নিনির্বাপণ বিধিলঙ্ঘন করেছেন। ঘটনাস্থল পরিদর্শনে যান ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। তারপর সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বিভিন্ন এলাকার সমস্ত বিল্ডিংয়ের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে বলা হয়।