কলকাতা টিভি ওয়েব ডেস্ক: তুষারাবৃত পর্বতের বুকেই চিরনিদ্রায় শায়িত হলেন বিশ্ব বিখ্যাত স্কটিশ পর্বতারোহী রিক অ্যালান। জানা গিয়েছে, বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কেটু (K2) জয় করতে পর্বত আরোহণ করেছিলেন তিনি। কিন্তু রবিবার পাকিস্তানের কারাকোরাম পর্বতে ভয়াবহ তুষারধসে জেরে প্রাণ হারালেন এই বিখ্যাত পর্বতারোহী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গোটা মহারাষ্ট্র, উদ্ধার ৭৩টি মৃতদেহ
পাকিস্থানে অবস্থিত বেস ক্যাম্প সূত্রে জানা গিয়েছে, কারাকোরামের বুকে উচ্চতম শৃঙ্গে পৌঁছানোর জন্য একটি বিকল্প রাস্তার খোঁজ করছিলেন অ্যালান। সেই মুহূর্তেই পর্বতের দক্ষিণ-পূর্বাংশে প্রবল তুষারধস নামে। সেই ধসের কবলে রিকের মৃত্যু হলেও তাঁর দুই সফরসঙ্গী স্পেনের জর্ডি তোসাস এবং অস্ট্রিয়ার স্টিফেন কেক প্রাণে বেঁচে যান। তবে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের ফিরিয়ে আনা হয় বেস ক্যাম্পে। যদিও অ্যালানের মৃত্যু নিয়ে প্রথমে মুখ খুলতে চায়নি ব্রিটেন। যদিও পরে পাকিস্তানের ইসলামাবাদস্থিত ব্রিটিশ হাই কমিশন তাঁর মৃত্যুর খবরকে স্বীকার করে।
Rick Allen is attempting an ascent of K2, the world’s second-highest and most challenging mountain and raising funds for @PartnersRelief.
To support Rick’s climb:https://t.co/7cYhYmxuAX#toloveistoSummitForPartnersHave a fundraiser idea and want to implement it? Message us! pic.twitter.com/t0Uxy1Wp0c
— Partners Relief & Development (@PartnersRelief) July 21, 2021
পার্টনার রিলিফ অ্যন্ড ডেভেলপমেন্ট চ্যারিটির ত্রাণ সংগ্রহের জন্যই তিনি বিশ্বের অন্যতম বিপদজনক পর্বত আরোহণ করেছিলেন বলে জানা গিয়েছে। বিগত বেশ কিছুদিন ধরেই ব্রিটেনে শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য উন্নয়নমূলক কাজে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন অ্যালান। মায়ানমার থেকে শরণার্থী হয়ে আসা অসংখ্য শিশু স্বাস্থ্য এবং শিক্ষার জন্য কাজ করছিলেন তিনি। সেই অর্থসংগ্রহের জন্যই এই বয়সেও কারাকোরামের বুকে পা ফেলতে একটুও বুক কাঁপে নি তাঁর।
It is with great sadness that I share the news of the sudden tragic death of one of my fellow Partners UK Board Members, Rick Allen. His commitment to Partners & to Christian Mission was inspiring. Prayers go to his friends, family & all at @allnationsuk https://t.co/GASUCB9dv4
— elaine gold ?Co-Founder GEN UK (@elainegold) July 25, 2021
আরও পড়ুন: তৃতীয় ঢেউয়ের আগেই গর্ভবতী মহিলাদের ভ্যাকসিন
এই প্রথম নয়, ২০১৮ সালেও পর্বতারোহণ করতে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলেও খবর রটেছিল। এবার রিক অ্যালান এর মৃত্যুতে শোকস্তব্ধ আন্তর্জাতিক মাউন্টেনিয়ারিং মহল।