ক্যালিফর্নিয়া: তীব্র গরমে পুড়ছে আমেরিকা (America) ও ইউরোপের (Europe) বেশ কয়েকটি শহর। তাপমাত্রা ছাড়িয়েছে কোথাও ৪০ ডিগ্রি তো কোথাও ৫০ ডিগ্রি। কয়েক মিলিয়ন মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়া তাপমাত্রার সঙ্গে লড়াই করছে। ইউরোপ এবং জাপানে রেকর্ড তাপের পূর্বাভাস রয়েছে। আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, আগামী দিনে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে। গ্লোবাল ওয়ার্মিং (Global Warming) রেড অ্যালার্ট (Red Alert) জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জাপান থেকে ইউরোপ দফতর।
যে গতিতে বিগত কয়েক বছরে জলবায়ু পরিবর্তন হচ্ছে তা বিপজ্জনক জায়গায় পৌঁছে গিয়েছে পরিস্থিতি। তাতে সব হিসেব নিকেশ উল্টে গিয়েছে। শুধু ইউরোপ, আমেরিকা নয়, ভারত, বাংলাদেশ, চীন, গ্রীনল্যাডের আবহাওয়ারও বিরাট পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। পৃথিবীর বুকে উষ্ণতম সময়কাল হতে চলেছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। রাষ্ট্রপুঞ্জের তরফেও আগে থেকে সতর্ক করা হয়েছিল। গ্রিনহাউস গ্য়াস এবং এল নিনোর দাপটে আগামী দিনে তাপমাত্রার পারদ আরও চড়বে। সতর্কবার্তা সত্ত্বেও ফেরেনি হুঁশ। তার প্রভাব আজ উপলব্ধি করছে মানুষ। দিনে দিনে বাড়ছে তাপমাত্রা। সূর্যের বিরুদ্ধে ম্যারাথন লড়াই চালিয়ে যাচ্ছে সবাই।
আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, আগামী দিনে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে চলেছে। আগেই সতর্কতা জারি করে ছিল আবহাওয়ার এই আমূল পরিবর্তন নিয়ে। জানানো হয়েছিল, “অত্যন্ত গরম এবং বিপজ্জনক উইকএন্ড” আসতে চলেছে। যেখানে দিনে দেশের পশ্চিমাঞ্চলে স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ২০ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা তাপমাত্রা শীর্ষে থাকতে দেখেছেন শনিবার ৪১ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রার বৃদ্ধি দুর্বিষহ হয়ে উঠেছে নাগরিকদের জনজীবন।
আরও পড়ুন: Chandrayaan-3 | বিমান থেকে তোলা চন্দ্রযান ৩-এর উৎক্ষেপণ দৃশ্য ভাইরাল নেট দুনিয়ায়
ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি, পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থানগুলির মধ্যে একটি, রবিবারও নতুন শিখর নিবন্ধন করার সম্ভাবনা রয়েছে। ক্যালিফর্নিয়ার ডেথ ভ্যালিতে তাপমাত্রা ৫৪ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। ক্যালিফর্নিয়ার কোথাও কোথাও তাপমাত্রা ৪৮ ডিগ্রিতেও পৌঁছে গিয়েছে। গরমের পাশাপাশি দক্ষিণ ক্যালিফর্নিয়ায় দাবানলেও পুড়ছে। আমেরিকার তাপপ্রবাহে পড়েছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিত অ্যারিজ়োনা। রাজধানী ফিনিক্সে টানা ১৬ দিন ধরে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। শনিবার তা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে।
ইউরোপের গরমে পুড়ছে ইটালি। রোম, বলগনা এবং ফ্লোরেন্স-সহ ১৬টি শহরে সতর্কতা জারি করা হয়েছে। আগামী দিন চরম তাপপ্রবাহের জন্য বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইটালির আবহাওয়া দফতর। সোমবার রোমে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। মঙ্গলবার তা বেড়ে হতে পারে ৪৩ ডিগ্রি। যা ২০০৭ সালের অগস্ট মাসের রেকর্ডকে ছাপিয়ে যাবে। সিসিলি এবং সারডিনিয়ায় তাপমাত্রা ৪৮ ডিগ্রিতে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। স্পেনের জন্য সামনে সামান্য প্রশমন রয়েছে। সোমবার থেকে বুধবার একটি তাপপ্রবাহের জেরে ক্যানারি দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ আন্দালুসিয়া অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠবে।