জনপ্রিয় মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট (Popular Micro-Blogging Webiste) টুইটারের (Twitter) রাশ হাতে নেওয়ার পর থেকেই কর্ণধার এলন মাস্ক (Elon Musk) খবরের মধ্যে। ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে মালিকানা চুক্তি সম্পূর্ণ হওয়ার পরপরই টুইট (Tweet) করে নিজেই জানিয়ে দেন, একাধিক বদল আনতে চলেছেন তিনি। কী কী বদল আসছে, সময়ে সময়ে টুইট করে তিনি নিজেই সেই কথা প্রকাশ্যে আনছেন এক এক করে। মাস্কের মূল উদ্দেশ্য হল, এতদিন যে পথে কোম্পানি চলছিল, সেই পদ্ধতিকেই একবারে খোলনলচে বদলে ফেলার পথে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।
টুইটারের মালিকানা হাতে আসার পর একটি অটোজেনারেটেড ইন্টারনাল মেইল (Augugenerated Internal Mail) এসেছে মার্কিন ধনকুবেরের কাছে। সেখানে তাঁকে বলা হয়েছে, টুইটারে ভালো ম্যানেজার হওয়ার জন্য কি করা দরকার। সেই মেইলের স্ক্রিনশট (Screenshot) টুইটারে শেয়ার করেছেন এলন। সঙ্গে সঙ্গে টুইটটি ভাইরাল হয়ে ওঠে।
Just received this email from Twitter. This is an actual, real email that was autogenerated ?? pic.twitter.com/7DQp4sNINX
— Elon Musk (@elonmusk) October 30, 2022
এরই মধ্যে কথপোকথনের মাঝে (টুইটারের ভাষায় থ্রেড) এক ব্যক্তি মাস্কের উদ্দেশে জানতে চেয়েছেন, এই মুহূর্তে টুইটারে কোন জিনিসটি সবচেয়ে বেশি ঘেঁটে রয়েছে। তার উত্তরে টেসলা কর্ণধারের সটান জবাব, কোডিংয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের প্রতি একজন পিছু প্রায় দশ জন করে লোক রয়েছেন খবরদারি করার জন্য।
There seem to be 10 people “managing” for every one person coding
— Elon Musk (@elonmusk) October 30, 2022
আরও পড়ুন: Salman Khan-Ramcharan : সলমনের ছবিতে রামচরণের ডান্স
আলোচনার মাঝে ওই একই থ্রেড (Thread)-এ মাস্ক কেউ একজন জানতে চান, আপনি কী কিছু সময়ের জন্য সিইও’র কাজ করার পরিকল্পনা করছেন? তার উত্তরে মাস্ক বলেছেন, কোম্পানিতে তাঁর পদমর্যাদা চিফ টুইট, যা আর কি তাঁর বায়োতে লেখা রয়েছে। এরপর তিনি বলেছেন, “আমি জানি না সিইও কে।”
My title is Chief Twit right there in the bio. No idea who the CEO is.
— Elon Musk (@elonmusk) October 30, 2022
টুইটার নিয়ে এলন মাস্কের একাধিক বড় পরিকল্পনা রয়েছে। শুধু ম্যানেজমেন্টে পরিবর্তন নয়, তিনি পরিবর্তন আনতে চলেছেন টুইটার ব্যবহার নিয়েও। এবার থেকে ব্লু টিক নিতে গেলে লাগবে সাবস্ক্রিপশন (Subscription)। এমনকি যাঁদের আগে থেকেই টুইটারে ব্লু টিক (Blue Tick on Twitter) রয়েছে, তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এখন থেকে টুইটারে ব্লু টিকের জন্য মাসে মাসে ২০ মার্কিন ডলার খরচ করতে হবে। আগামী ৭ নভেম্বরের মধ্যে এই সমস্ত নিয়ম কার্যকর করতে হবে বলে টুইটারের কর্মচারীদের জানিয়েও দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।