কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আবহাওয়ার খবর পরিবেশন করছিলেন অ্যাঙ্কার। সেই সময়েই ঘটল বিপদ। আচমকাই আবহাওয়ার খবরের সঙ্গে স্ক্রিনে ভেসে উঠল পর্ন ছবির দৃশ্য। দীর্ঘ ১৩ সেকেন্ড ধরে টেলিকাস্ট করা হল ওই আপত্তিকর ভিডিও।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, KREM-2 নামে আমেরিকার (United States) একটি টিভি চ্যানেলে এই ঘটনাটি ঘটেছে। ১৭ অক্টোবর সন্ধে ছ’টা নাগাদ আবহাওয়ার খবরের মাঝেই চলতে শুরু করে পর্ন ছবি।
অ্যাঙ্কার বিষয়টি নিয়ে একেবারেই অবগত ছিলেন না। কিন্তু পরবর্তীতে অনেকেই সেই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ওই চ্যানেলেও অনেকে ফোন করে বিষয়টি জানান। এমনকী মুহূর্তে ভাইরাল হয়ে যায় আবহাওয়ার বুলেটিনের ওই ক্লিপটি। এর পর বিষয়টি বুঝতে পেরে রাত ১১ টায় সম্প্রচারের সময় দর্শকদের কাছে ক্ষমা চায় নিউজচ্যানেল।
আরও পড়ুন – গ্যাস লিক করে রেস্তোরাঁয় আগুন, মৃত ৩ আহত ৩৩
অ্যাঙ্কার জানান, ‘আমাদের আবহাওয়ার বুলেটিনে একটি আপত্তিকর ভিডিও প্রকাশিত হয়েছে। এই ধরনের অপ্রীতিকর ঘটনা আর যাতে না ঘটে, সেদিকে ভবিষ্যতে আমরা খেয়াল রাখব।’
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। সিটি পুলিশ বিভাগ থেকে এই বিষয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, বিভাগের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স রেসপন্স ইউনিট (TARU) এবং স্পেশাল ভিকটিমস ইউনিট (SVU) এই ধরণের পর্ন সম্প্রচারের কারণ এবং এটি কোথা থেকে সম্প্রচার করা হয়েছে তার তদন্ত শুরু করেছে। এই বিষয়ে চ্যানেলও তদন্তে সহযোগিতা করছে।