আইওয়া: এ বছর নভেম্বর মাসে আমেরিকার (USA) প্রেসিডেন্ট নির্বাচন (President Election)। ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে নিশ্চিত বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তাঁর বিরুদ্ধে রিপাবলিকান প্রার্থী হিসেবে দাঁড়াতে প্রথম পদক্ষেপ করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আইওয়া (Iowa) প্রদেশের নির্বাচনে জিতলেন তিনি। হোয়াইট হাউসে (White House) প্রত্যাবর্তনের লড়াইয়ে প্রাক্তন প্রেসিডেন্ট ফিরতে পারেন কি না তার অনেকটাই নির্ভর করছিল আইওয়া নির্বাচনে, তাতে বড় ব্যবধানে জিতলেন তিনি।
আরও পড়ুন: বাদুড়ের মলে কোন ভাইরাস? উদ্বেগ ছড়াচ্ছে সর্বত্র
শুরুর দিকের প্রায় তিন-চতুর্থাংশ ভোটই ছিল ট্রাম্পের দিকে। তাই জয়ী কে তা বুঝতে বেশি সময় লাগেনি। প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে একাধিক মামলা চলছে, তার মধ্যে ফৌজদারি মামলাও রয়েছে। এই সমস্ত আইনি সমস্যা তাঁর জনপ্রিয়তায় থাবা বসাতে পারে কি না সেটাই ছিল দেখার। ট্রাম্প এখনও মার্কিন রাজনীতিতে প্রাসঙ্গিক, বলাই বাহুল্য।
??DEVELOPING: Donald Trump just won the Republican Caucus in Iowa. It was one of the fastest caucus decisions in recent history. This will no doubt be a historic year. Nothing could stop what has come., the storm is here. pic.twitter.com/JVoBVb0GUa
— Dom Lucre | Breaker of Narratives (@dom_lucre) January 16, 2024
২০২১ সালের ক্যাপিটল কাণ্ডে অভিযুক্ত ৭৭ বছরের ট্রাম্প জয়ের ভরবেগ নিয়েই এবার নিউ হ্যাম্পশায়ারের দিকে এগোবেন। আট দিনের মাথায় সেখানে নির্বাচন। আইওয়ার ১৬০০টি জায়গায় ভোটের ব্যবস্থা করা হয়েছিল। প্রবল শীত, হিমাঙ্কের নীচে তাপমাত্রা সহ্য করেও মানুষু ভোট দিতে গিয়েছেন। নভেম্বরে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন বাইডেন তাতে সন্দেহ নেই।