কলকাতা: সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) সমর্থন করেছিলেন দুনিয়ার ধনীতম ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk)। টেসলা (Tesla) এবং স্পেস এক্স-এর (Space-X) মতো দুটি অতিকায় সংস্থার মালিকের রাজনৈতিক প্রভাব যথেষ্টই। সম্প্রতি মাস্কের মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জল্পনা ছড়িয়েছিল। ট্রাম্পই তা খারিজ করে দিলেন, তিনি সাফ জানালেন, এমনটা ঘটার কোনও সম্ভাবনাই নেই।
অ্যারিজোনার ফিনিক্সে রিপাবলিকান দলের (Republican Party) এক কনফারেন্স চলাকালীন মাস্কের প্রেসিডেন্ট হওয়া নিয়ে প্রশ্ন ওঠে। ট্রাম্প বলে দেন, “না, ও প্রেসিডেন্সি নিচ্ছে না। এমন কিছুই হবে না।” কেন নয় তার কারণও দর্শিয়েছেন ট্রাম্প এবং তা সংবিধানগত। মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকায় (South Africa) আর আমেরিকার প্রেসিডেন্ট হতে গেলে সে দেশেই জন্ম নিতে হবে।
আরও পড়ুন: ব্রাজিলে বিমান দুর্ঘটনা, মৃত একই পরিবারের ১০
ট্রাম্প বলেন, “মাস্ক প্রেসিডেন্ট হবে না সেটা আমি বলে দিতে পারি। আমি নিরাপদ। কেন হতে পারবেন না জানেন? কারণ তাঁর জন্ম আমেরিকায় নয়।” মাস্ককে প্রেসিডেন্ট পদ হস্তান্তর করতে পারেন এমন জল্পনাকেও স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প।
তবে মাস্কের মতো ‘বুদ্ধিমান’ মানুষকে তাঁর দরকার বলে জানিয়েছেন মার্কিন মুলুকের পরবর্তী প্রেসিডেন্ট। তিনি বলেন, “বুদ্ধিমান মানুষদের আমার পাশে পেতে ভালো লাগে। ইলন দারুণ কাজ করেছেন। ভরসা করা যায় এমন বুদ্ধিমান মানুষ থাকলে খুবই ভালো লাগে। ওঁ দারুণ কাজ করেছে।”
দেখুন অন্য খবর:
The post প্রেসিডেন্ট হবেন ইলন মাস্ক! এ কী বললেন ট্রাম্প? first appeared on KolkataTV.
The post প্রেসিডেন্ট হবেন ইলন মাস্ক! এ কী বললেন ট্রাম্প? appeared first on KolkataTV.