আশ্চর্যরকম বড় একটি হিরের খোঁজ মিলল আফ্রিকার বতসোয়ানায়। ১,১৭৪ ক্যারেট ওজনের এই বৃহদাকার সাদা রঙের এই হিরে উত্তোলিত হওয়ায় নড়েচড়ে বসেছে দেশটির প্রশাসন। সেই দুর্লভ হিরের ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। উল্লেখযোগ্য বিষয় এই যে গত একমাসের মধ্যে এই নিয়ে দু বার উত্তোলিত হল এইধরনের দুষ্প্রাপ্য হিরে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক ব্যবসায়ীমহলে। গত জুনে মাসে ১২ তারিখ বতসোয়ানায় এইধরনের দুর্লভ একটি হিরে উত্তোলন করে কানাডার একটি হিরে কারবারি সংস্থা ।
এই ঘটনাকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করে সংস্থার ডিরেক্টর নাসিম লাহরি জানান, “এই ঘটনা আমাদের সংস্থা এবং বতসোয়ানার উভয়ের জন্যই এই ঘটনা ঐতিহাসিক।” গতকাল বুধবার এই দুর্লভ হিরেটিকে পেশ করা হয় সেদেশের মন্ত্রিসভায়। হিরেটিকে দেখে প্রবল ুউতসাহী দেশের প্রেসিডেন্ট মকগোউতসি মাসিসি ।
সম্প্রতি জুন মাসের গোড়াতেই ১,০৯৮ ক্যারেটের আরও একটি দুষ্প্রাপ্য হিরে উত্তোলিত হয় বতসোয়ানায়। তারপরে একমাসের ব্যবধানে এবার ফের দ্বিতীয় হিরের খোঁজ মেলায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আফ্রিকার ছোট্ট দেশটিকে ঘিরে।
বিশ্বে বহুমূল্য হিরে উত্তোলনের তালিকায় প্রথ দশের মধ্যে শীর্ষেই রয়েছে আফ্রিকার বতসোয়ানা। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় ৩,১০৬ ক্যারেট ওজনের হিরে পাওয়া গিয়েছিল। যা ছিল বিশ্বের হিরের ইতিহাসে এক বিরল রেকর্ড।