নিউইয়র্ক: ফের বিপত্তি বিমানে (Flight)। কখনও বিমানে মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব আবার কখনও বিমানের বাথরুমে বসে ধূমপান, একের পর এক ঘটনা লেগেই রয়েছে। এবার ডেল্টা এয়ারলাইনস বিমানের (Delta Air Lines Flight) মধ্যেই মা ও মেয়েকে হেনস্থার অভিযোগ উঠল এক মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে। যদিও, এ নিয়ে উড়ান সংস্থা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। তাই আদালতে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন তাঁরা।
জানা গিয়েছে, নিউইয়র্ক থেকে এথেন্স যাচ্ছিল ডেল্টা এয়ারলাইন্সের বিমানটি। সেই সময় ওই ঘটনাটি ঘটেছে। ওই মহিলা আদালতে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি শুরু থেকেই মত্ত ছিলেন এবং অশালীন আচরণ করছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাকে মদ সরবরাহ করেছিল উড়ান কর্তৃপক্ষ। এরপরই ১১ গ্লাস মদ খেয়ে তাঁদের যৌন হেনস্থা করেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি বিমানে মা ও মেয়ের পাশের আসনেই বসেছিলেন। মদ খাওয়ার পর তিনি উগ্র আচরণ করতে শুরু করেন বলে অভিযোগ। অশ্লীল অঙ্গিভঙ্গির পাশাপাশি ক্রমাগত তাঁদের শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। তাতে বাধা দেওয়ায় ওই মহিলা ও তাঁর মেয়েকে অশ্লীল ভাষায় গালিগালাজ মত্ত ব্যক্তি করেছিলেন বলে অভিযোগ। আদালত এখন এ বিষয়ে কী ব্যবস্থা নেয়, সেদিকেই তাকিয়ে দুই মহিলা যাত্রী।
আরও পড়ুন:Pakistan Blast | পাকিস্তানে নির্বাচনী সভায় ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্ততপক্ষে ৪০, জখম বহু
উল্লেখ্য, আকাশে মদ্যপ বিমানযাত্রীদের অসংযত আচরণের একাধিক খবর শিরোনামে ইঠে এসেছে। কিছুদিন আগেই আগেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বেঙ্গালুরুগামী একটি ইন্ডিগো বিমান। মদ্যপ অবস্থায় বিমানের এমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করেছিলেন এক যাত্রী। অসংযত আচরণের জন্য পরে তাঁকে CISF-এর হাতে তুলে দেওয়া হয়। জানা যায়, কানপুর নিবাসী প্রতীক নামে ওই যাত্রী বিমানের ১৮এফ সিটে বসেছিলেন। মাঝ আকাশে হঠাৎ বিমানটির এমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করেন ৪০ বছরের ওই যাত্রী।