রাজপরিবারের প্রথা না মানা ঘরনি হিসেবে প্রিন্সেস ডায়নার পরিচিতি আন্তর্জাতিক মহলে। ১৯৯৬ সালে ‘প্রিন্স অব ওয়েলস’ চার্লসের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। তারপর ১৯৯৭ সালে প্যারিসের টানেলে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা তাঁর মৃত্যু ঘটে। ২৪ বছর পার হয়ে গেল ‘প্রিন্সেস অব ওয়েলস’ এর কথা জনমানসে একইভাবে উজ্জ্বল রয়েছে।
আরও পড়ুন: সত্যজিৎ নামাঙ্কিত জীবনকৃতি সম্মান পাবেন অস্কারজয়ী দুই পরিচালক
তিনি ছিলেন ‘পিপলস প্রিন্সেস’। সেই প্রিন্সেস ডায়ানাকে নিয়েই তৈরি হয়েছে ছবি ‘স্পেনসার’।পাবলো ল্যারেইন পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন ‘টুয়াইলাইট’ খ্যাত ক্রিষ্টেন স্টুয়ার্ট। ডায়নার জীবনের সবচেয়ে কঠিন সময় চলেছে যখন প্রিন্স চার্লসের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ক্ষীন হয়ে এসেছে। সেসময়ে যুবরানি ডায়ানার একাকিত্বের মুহূর্ত এই ছবিতে তুলে ধরা হয়েছে। এই চরিত্রে অভিনয় প্রসঙ্গে ক্রিস্টেন স্টুয়ার্ট বলেছেন, ডায়নার উপর লেখা বই চিঠি সবকিছু পড়ে ইমোশনালি যতটা পেরেছি ওর সঙ্গে যুক্ত হবার চেষ্টা করেছে। ওঁর সম্পর্কে সবটা জানতে পেরে ওকে ভালবেসে ফেলেছিলাম।
যুবরানি ডায়ানার নাম ভূমিকায় ক্রিষ্টেন স্টুয়ার্ট
খবরে প্রকাশ ডায়নার চরিত্রের অভিনেত্রী ক্রিস্টেন নাকি এবার তার গার্লফ্রেন্ড ডিলান মেয়ারকে বিয়ে করতে চলেছেন। প্রায় আট বছর আগে ক্রিস্টেন- ডিলানের পরিচয় হয়। দু’বছর ধরে তাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন। সম্প্রতি এক আন্তর্জাতিক টিভি শোতে ক্রিস্টেন এই বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন। অভিনেত্রী বলেছেন, “আমরা অবশ্যই বিয়ে করছি। আমি এটা নিয়ে ভেবেও রেখেছিলাম। আমি চেয়েছিলাম ও আমাকে প্রস্তাব দিক। ও যা করেছে তাতে আমি মুগ্ধ। আমাদের বিয়েটা নিশ্চিত।” ডিলান মেয়ার একজন অভিনেত্রী এবং লেখক। তিনি ‘মোক্সি’ এবং ‘মিস ২০৫৯’ ছবিগুলির জন্য বিশেষভাবে পরিচিত। প্রসঙ্গত, ২০১৭ সালে ক্রিস্টেন স্টুয়ার্ট প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি উভকামী। এর আগে ‘টোয়াইলাইট’ ছবির সহ-অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে তিনি কিছুদিন প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন।
যুবরানি ডায়ানার নাম ভূমিকায় ক্রিষ্টেন স্টুয়ার্ট