ক্রিমিয়া: ইউক্রেনের (Ukraine) দক্ষিণে, বলা যায় পায়ের কাছে রয়েছে ক্রিমিয়ান পেনিনসুলা (Crimean Peninsula) বা উপদ্বীপ। জায়গাটা ইউক্রেনের কাছে হলেও এর নিয়ন্ত্রণ রয়েছে মস্কোর হাতে। কৃষ্ণসাগর (Black Sea), সৈকত, উঁচু উঁচু পাহাড় নিয়ে সে এক দুর্দান্ত পর্যটন কেন্দ্র। এক বছর আগেও পর্যটকের ভিড় লেগে থাকত এখানে, কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) আতঙ্কে আর কেউ যেতে চাইছে না।
সের্গেই কিয়াজেভ পর্যটন (Tourism) পেশার সঙ্গে যুক্ত, পর্যটকদের তাঁর বোটে চাপিয়ে কৃষ্ণসাগরে ঘোরাতেন তিনি। তিনিই জানিয়েছেন পেশায় মন্দার কথা। কিয়াজেভ বলেন, “বেশি লোক এখন আর আসছে না ক্রিমিয়ায়। যদিও এই জায়গা ছবির মতো সুন্দর।” ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের আঁচ আসছে ক্রিমিয়াতেও। ইতস্তত বিস্ফোরণ ঘটছে, যার দায় ইউক্রেনের ড্রোনের উপর চাপাচ্ছেন রাশিয়ান আধিকারিকরা। বিস্ফোরণের ভয়েই এই গ্রীষ্মের পর্যটনের মরশুমে ক্রিমিয়ায় কেউ আসতে চাইছে না।
আরও পড়ুন: Ukraine War | ইউক্রেনের ৭ লক্ষ শিশুকে আশ্রয় দিয়েছি, দাবি মস্কোর!
পর্যটনের মরশুম লাভদায়ক হোক তা নিঃসন্দেহে চাইছেন কিয়াজেভ, কিন্তু খুব একটা আশাবাদী তিনি নন। সমুদ্র সৈকতে ছুটি কাটাতে আগে মস্কো (Moscow) এবং অন্যান্য শহর থেকে সস্তার বিমানে কাতারে কাতারে লোক আসত ক্রিমিয়ায়। কিন্তু এখন সেখানে যাওয়ার উপায় ট্রেন এবং গাড়ি। কারণ বিপদের আশঙ্কায় বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। আতঙ্ক আরও বাড়ছে ইউক্রেন প্রতি-আক্রমণ করায়, বিশেষ করে দেশের দক্ষিণ প্রান্তে তারা জমি ফিরে পাচ্ছে। ফলে ক্রিমিয়ায় বিপদের আশঙ্কা আরও বেশি।
এত বিপদ সত্ত্বেও নাছোড় কিছু সাহসী রাশিয়ান। যেমন ৪৬ বছর বয়সি নাতালিয়া ওসেত্রোভা। পেশায় চোখের ডাক্তার নাতালিয়া স্বামী, সন্তান এবং পোষ্য কুকুরকে নিয়ে ক্রিমিয়ায় গিয়েছেন। দেড় দিন ধরে গাড়ি চালিয়ে তাঁরা গন্তব্যে পৌঁছেছেন। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী ব্রিজ পেরোতে গিয়ে চিরুনি তল্লাশির মুখে পড়েছেন। এই ব্রিজেই গত বছর অক্টোবর মাসে বোমারু হামলা হয়েছিল।
এদিকে ক্রিমিয়ার পার্লামেন্টের প্রধান ভ্লাদিমির কনস্টান্টিনভ স্থানীয় বাসিন্দাদের বাস্তববাদী হওয়ার পরামর্শ দিয়েছেন, এই মরশুমে পর্যটন ব্যবসা যে লাভদায়ক হবে না সেকথাও স্মরণ করিয়েছেন তিনি। ইয়াল্টা (Yalta) শহরের সৈকতে অবশ্য বেশ ভিড় দেখা গিয়েছে। সেই ভিড়ের বেশিরভাগটাই পেনশনভোগীদের, যাঁরা ওখানে যাওয়ার ভর্তুকি দেওয়া টিকিট পেয়েছেন। কিন্তু আরও দক্ষিণে সিমেইজ (Simeiz) সমুদ্র সৈকত অর্ধেক খালি। ক্রিমিয়ার পূর্বদিকের আলুশ্তা (Alushta) সৈকতেরও একই দশা। সবমিলিয়ে এই গ্রীষ্মে ঐতিহাসিক উপদ্বীপের পর্যটনের বেহাল অবস্থা।