ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই ভারত (India) জানিয়েছিল, তারা কৃত্রিম উপগ্রহের (Sattelite) সাহায্যে পাকিস্তানের (Pakistan) উপর নজর রাখবে। পাকিস্তানও কি এবার একই দিকে নিজেদের শক্তিবৃদ্ধি করার চেষ্টা করছে? কারণ সূত্র মারফত জানা যাচ্ছে, গত ১৬ মে চীন (China) এবং পাকিস্তানের সামরিক আধিকারিকরা এক বৈঠক করেছেন। সেই বৈঠকে ঠিক হয়েছে, চীনের বেইদউ (Beidou Sattelite System) স্যাটেলাইট সিস্টেমের নিয়ন্ত্রণ পাবে পাকিস্তান।
অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম তছনছ করে দিয়েছিল ভারত। পাকিস্তানের কমপক্ষে আটটি সামরিক ঘাঁটিতে গোলাবর্ষণ করেছিল ভারতীয় সেনা। ইসলামাবাদের কাছে এটা গভীর ক্ষত, যার জ্বালাযন্ত্রণা এখনও সারেনি। এই আবহেই হল এই বৈঠক। ভারত ঠিক কী করছে তার হদিশ পেতেই চীনের স্যাটেলাইট ব্যবস্থা ধার নিচ্ছে পাকিস্তান।
আরও পড়ুন: পাকিস্তান ঘনিষ্ঠ তুরস্ককে স্পষ্ট বার্তা দিয়ে কী বলল নয়াদিল্লি?
অপারেশন সিঁদুরের সময়েও পাকিস্তানকে কৃত্রিম উপগ্রহ সিস্টেমের সুবিধা দিয়েছিল চীন। তবে চীনের সামরিক যন্ত্রপাতি আর প্রযুক্তি থাকা সত্ত্বেও ভারতীয় সেনা পাকিস্তানে তাণ্ডব করে এসেছে। একেবারে দেশীয় প্রযুক্তির সাহায্যে চীনের তৈরি ক্ষেপণাস্ত্র এবং জেট প্রতিহত করেছে ভারত। অপারেশন সিঁদুর শুরুর পর পাকিস্তানের আকাশপথে আক্রমণ আটকে দিয়েছে ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম।
পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমানগুলিকে নিষ্ক্রিয় করা হয় এবং ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি অবস্থানগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করে। পাকিস্তানের প্রতিরক্ষা অস্ত্রাগার, মূলত চীনা জেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দ্বারা গঠিত, তার জায়গা ধরে রাখতে অক্ষম হয়।
দেখুন অন্য খবর: