বেজিং: একমাস ধরে ‘বেপাত্তা’ বিদেশমন্ত্রী কিন গ্যাংকে (Qin Gang) পদ থেকে সরাল চীন (China), তাঁর জায়গায় বসানো হল ওয়াং ই-কে (Wang Yi)। গত বছরের ডিসেম্বর মাসে বিদেশমন্ত্রী পদে বসেছিলেন ৫৭ বছরের কিন গ্যাং। তার আগে কিছুদিন আমেরিকায় (USA) চীনের রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছিলেন। গত ২৫ জুন বেজিংয়ে অভ্যাগত কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। সেই থেকে তাঁকে আর দেখা যায়নি। শোনা গিয়েছিল, শারীরিক অসুস্থতায় ভুগছেন গ্যাং, কিন্তু এ নিয়ে কিছুই খোলসা করা হয়নি। একমাস ধরে কর্তব্যে অনুপস্থিত থাকার পর তাঁকে অপসারণ করা হল। তাঁর জায়গায় এলেন একসময় গ্যাংয়ের পূর্বসূরি ওয়াং ই।
ইন্দোনেশিয়ায় (Indonesia) এক কূটনীতিকদের সামিটে অনুপস্থিত থাকার পর থেকেই গ্যাংকে নিয়ে জল্পনার শুরু হয়। শারীরিক সমস্যার কথা শোনা গেলেও বিশেষজ্ঞ মহলের ধারণা এর সঙ্গে জড়িয়ে রয়েছে স্বচ্ছতা এবং সিদ্ধান্ত গ্রহণ নিয়ে সন্দেহ। গ্যাংয়ের জায়গায় দায়িত্বে আসা ৬৯ বছরের ওয়াং ই এর আগে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত বিদেশমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন। দায়িত্ব বদল নিয়ে এখনও পর্যন্ত কৈফিয়ত দেয়নি বেজিং (Bejing)।
আরও পড়ুন: Ukraine | Russia | রুশ হামলায় ধ্বংস বিখ্যাত ওডেসার অর্থোডক্স ক্যাথিড্রাল, জখম ২৩, মৃত ২