ভারতের সীমানা দিয়েই চালু হল চীনের বুলেট ট্রেন। গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষের পর ভারত-চীন সীমান্তে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। তাতে নতুন সংযোজন এই বুলেট ট্রেন। ভারতের গা ঘেঁষে তৈরি হয়েছে এই ট্রেন লাইন। ভারতকে চাপে রাখতেই তড়িঘড়ি এই ট্রেন চালু করল চীন বলেই মত অনেকের।
আজ, শুক্রবার সকাল থেকেই চালু হল চীনের বুলেট ট্রেন। তবে আজ ছিল ট্রায়াল রান। তিব্বতের ওপর দিয়ে গেছে এই ট্রেন লাইন। তিব্বতের রাজধানী লাসা থেকে নিংচির মধ্যে দিয়ে যাবে এই ইলেকট্রিক বুলেট ট্রেন। অরুণাচলপ্রদেশের খুব কাছ দিয়েই যাচ্ছে এই বুলেট। অরুণাচল সীমান্ত থেকে নিংচির এই লাইনের দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অফ চীন বা সিপিসি’র শতবর্ষ পূর্ণ হচ্ছে ১ জুলাই। ওই দিন থেকেই পুরোপুরি চালু হয়ে যাবে এই বুলেট।
আরও পড়ুন : গালওয়ানের পর আরও প্রশিক্ষণ প্রয়োজন লালফৌজের: রাওয়াত
সিচুয়ানের রাজধানী চেঙ্গদু থেকে শুরু হবে এই ট্রেনের যাত্রা, যা শেষ হবে লাসায়। যাত্রার সময় অনেকটাই কমে যাবে। যে পথ পেরোতে সম য় লাগত ৪৮ ঘণ্টা, সেখানে লাগবে মাত্র ১৩ ঘণ্টা। ৪৩৫.৫ কিলোমিটার দীর্ঘ এই ট্রেনের গতিপথ। ১৬০ কিলোমিটার বেগে চলবে বুলেট। এর গতিপথে পড়বে ৪৭টি টানেল, ১২১টি ব্রিজ। কিছুটা পথ ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়েও গেছে। কিন্তু অনেকেই মনে করছেন যে, ভারতের সীমানা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে এই লাইনের অবস্থান হওয়ায় কিছুটা সুবিধা হয়ে গেল চীনের জন্য। ভবিষ্যতে কখনও যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলে কম সময়ের মধ্যেই এই ট্রেন ব্যবহার করে ভারতের সীমানায় সেনা পাঠাতে পারবে চীন।