বাবার কনজারভেটিভ থেকে ১৩ বছর পর মুক্ত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্কিন পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। কনজারভেটিভ নিয়ে বেশ কিছুদিন ধরেই আইনি লড়াই চলছিল ব্রিটনি এবং তাঁর বাবা জিমির মধ্যে। সম্প্রতি এই মামলার রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। বিচারক জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ব্রিটনির বাবা চিনির পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হোক।
আরও পড়ুন: ব্রিটনি দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন
এটি গায়িকার সম্মতিতেই হতে হবে। চলতি বছরের মধ্যেই এটি কার্যকর করার আদেশ দিয়েছেন বিচারক। খুব স্বাভাবিক কারণেই আদালতের এই রায়ের শুনে ব্রিটনি স্পেয়ার যথেষ্ট খুশি। ২০০৮ সালে বিষণ্নতা অবসাদের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ব্রিটনিকে। তখনই মার্কিন যুক্তরাষ্ট্রে কনসারভেটিভ আইনের অধীনে আদালতের আদেশে ব্রিটনির বাবা জেমিকে এই গায়িকার সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছিল।
প্রেমিক স্যাম আসঘরির সঙ্গে
বিগত ১৩বছর ধরে ব্রিটনির জীবনযাত্রা এবং আর্থিক নিয়ন্ত্রণ সমস্ত কিছুই ছিল তার বাবার হাতে। গত ২৩শে জুন ব্রিটনি আদালতে জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব এই ‘বন্দিদশা’ থেকে তিনি মুক্তি চান। তার বিভিন্ন অভিযোগ গুলির মধ্যে অন্যতম ছিল তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জন্মনিয়ন্ত্রণ ওষুধ খেতে বাধ্য করা হয়। এমনকি প্রেমিকের সঙ্গে বিয়ে করতে এবং আবার সন্তান নিতে হয় তাকে বাধা দেয়া হচ্ছে।এর ফলে ব্রিটনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তাঁর কথায় এই কনসারভেটরশিপ তার ভালোর থেকে খারাপই বেশি করেছে। সম্প্রতি ব্রিটনি দীর্ঘদিনের প্রেমিক স্যাম আসঘরির সঙ্গে বাগদান সেরেছেন।। ব্রিটনি অনেকদিন থেকেই দাবি করছিলেন যে বাবার কাছ থেকে কনজারভেটরশিপ বাতিল করে ক্যালিফোর্নিয়ার একটি ট্রাস্ট কোম্পানিকে এই দায়িত্ব দেওয়া হোক। মার্কিন আদালতের এই রায় শুনে ব্রিটনি খুশি হয়ে নিজের সম্পূর্ণ খোলামেলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।।
বাবা জেমি সঙ্গে