ওয়েবডেস্ক: রাশিয়া প্রতিবেশী দেশ ইউক্রেন আক্রমণ করার পর গেল গেল রব উঠেছিল। সামরিক ও অর্থনীতির বিশাল শক্তির রাশিয়া (Russia) দ্রুত গিলে ফেলবে ইউক্রেনকে (Ukraine)। কিন্তু তা হয়নি। সৌজন্যে জো বাইডেনের আমেরিকা ছাড়াও ব্রিটেন (Britain) ওই ইউরোপিয়ান ইউনিয়নের মতো পশ্চিমের বিশ্ব একজোট হয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ এখনও চলছে। রাশিয়া ইউক্রেনের চার ভাগের এক ভাগ দখল করতে সমর্থ হলেও ইউক্রেনকে পুরোপুরি কব্জা করতে পারেনি। ইতিমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নীতিতে বদল এনেছে। ঘোষণা করেছে ইউক্রেনকে আর কোনও সামরিক, আর্থিক সাহায্য করা হবে না। তবে যুদ্ধ বিরতি চেয়েছে আমেরিকা। এই মতো অবস্থায় ইউক্রেনকে কার্যত বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করছে ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি। ইউক্রেনকে রক্ষা করতে ব্রিটেন ও রাশিয়ার রাষ্ট্রনেতারা একে অপরকে হুঁশিয়ারি দিয়ে চলেছেন। সেখানেই রাশিয়ার সঙ্গে যুদ্ধের গুঁতোয় এবার উলট-পুরাণের সম্ভাবনা দেখা দিয়েছে ব্রিটেনে। তবে কি ফের ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেবে ব্রিটেন?
বছর পাঁচেক আগে অভিবাসী সমস্যা, ঋণের জাঁতাকল সহ বিভিন্ন কারণ দেখিয়ে বিরাট গণভোট করে ইয়োরোপিয়ান ইউনিয়ন ছেড়েছে ব্রিটেন। তার বছর দুয়েক পরেই শুরু হয়ে যায় ইয়োরোপের বড় যুদ্ধ – রাশিয়া বনাম ইউক্রেন। আমেরিকা, ব্রিটেন, ইয়োরোপিয় ইউনিয়নের ২৭ দেশ সর্বশক্তি নিয়ে ইউক্রেনের পক্ষে দাঁড়ায়। সেই যুদ্ধে যুঝতে ছেড়ে আসা ইয়োরোপিয় ইউনিয়নের সঙ্গে আবার মজবুত সম্পর্ক গড়তে চাইছে ব্রিটেনের কিয়ের স্টার্মার সরকার। তবে গত সেপ্টেম্বরের একটি বক্তব্য স্টার্মার জানিয়েছিলেন, তাঁর জীবনে কখনও ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত হবে না। কিন্তু, এখনকার গতিপ্রকৃতি অন্য কথা জানান দিচ্ছে। স্টার্মার রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছে এখনই ইউক্রেনের সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে। না হলে কড়া মূল্য চোকাতে হবে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ইতিমধ্যে স্টার্মার ইউরোপিয়ান ইউনিয়নের অন্য নেতাদের সঙ্গে দুবার যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ঘুরে দেখেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের থাকলে যে কোনও দেশে বাধাহীন ভাবে যে কোনও বাসিন্দা যেতে পারেন। একই মুদ্রা ব্যবস্থা থাকে। আমেরিকা ইউক্রেনের বিরুদ্ধে কথা বলায় ইউরোপিয়ান ইউনিয়ন ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষুব্ধ। ফলে ফের কি ব্রিটেন ইউয়ের সঙ্গে একজোট হবে?
আরও পড়ুন: গভীর সঙ্কটে মার্কিন অর্থনীতি, দেখুন বড় খবর
এরই মধ্যে ইজরায়েল-হামাস, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, চীন-আমেরিকা শুল্ক যুদ্ধ, ইরান-আমেরিকা দ্বন্দ্ব ভারত-পাকিস্তান উত্তেজনা। সব মিলিয়ে আশঙ্কা, বিশ্বযুদ্ধের দিকে চলেছে বিশ্ব?
দেখুন অন্য খবর: