তালিবান: সংগীত চর্চা করলে একবারে উচ্ছনে যাবে যুব সমাজ, এই যুক্তি দেখিয়েই প্রায় ১০০০ ডলার মূল্যের বাদ্যযন্ত্র পুড়িয়ে দিল আফগান শাসিত তালিবান (Taliban) প্রশাসন। শনিবার একটি বনফায়ারের আয়োজন করেছিল সে দেশে নীতিরক্ষা মন্ত্রক। বোনফায়ারের সেই আগুনেই পুড়িয়ে দেওয়া হয় গিটার, হারমোনিয়াম,তবলা-সহ নানা ধরনের বাদ্যযন্ত্র। জানা গিয়েছে, শহরের নানা প্রান্তের বিয়েবাড়ি থেকে প্রচুর বাদ্যযন্ত্র সংগ্রহ করা হয়। বাদ্যযন্ত্রের পাশাপাশি স্পিকারও এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। সবমিলিয়ে মোট এক হাজার মার্কিন ডলারের বাদ্যযন্ত্র পোড়ানো হয় শনিবার। ভারতীয় মুদ্রায় এই টাকার পরিমান প্রায় ৮২ হাজার টাকা।
আফগানিস্তানের (Afganisthan) নীতিরক্ষা মন্ত্রকের তরফে আয়োজন করা ওই বনফায়ারে উপস্থিত ছিলেন ওই প্রদেশের নীতিরক্ষা মন্ত্রকের কর্তা আজিজ আল-রহমান আল-মুজাহির। তাঁর বক্তব্য, সংগীতের প্রসার হলে নীতিগত ক্ষেত্রে দুর্নীতি তৈরি হয়। দেশের যুবসমাজ যদি সংগীতচর্চা করে তাহলে তারা একেবারে ভুল পথে চালিত হবে। তাই সে দেশে সংগীতের প্রসার রুখতে এর আগেও একাধিক পদক্ষেপ করেছিল তালিকবান সরকার, আর এবার সেই তালিকায় যোগ হল এই বাদ্যযন্ত্রের বনফায়ার।
আরও পড়ুন: Jaipur-Mumbai train | চলন্ত ট্রেনে এলোপাথাড়ি গুলি, নিহত এএসআই সহ ৪
২০২১ সাল থেকে আফগানিস্তানে শুরু চালু হয় নীতিরক্ষা মন্ত্রক। নারীদের স্বাধীনতা কেড়ে নেওয়া, রমজান মাসে গান চালানোর অভিযোগে মহিলা পরিচালিত রেডিও স্টেশন বন্ধ করে দেওয়া-সহ মহিলাদের বিউটি পার্লার নিদেশ করে সমাজের বুক থেকে দুর্নীতি দূর করার নামে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন এই মন্ত্রকের আধিকারিকরা।