কাবুল: মসজিদের ভেতর চলছিল প্রার্থনা সভা৷ হাজির ছিলেন তালিবান (Taliban) মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ৷ তাঁর মায়ের স্মরণে রাখা হয়েছিল প্রার্থনা সভা৷ আর ঠিক তখনই বিস্ফোরণে কেঁপে উঠল মসজিদ (Mosque)৷ রবিবার কাবুলের ইদঘা মসজিদের বাইরে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ তাতে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ যদিও হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন৷ তবে মনে করা হচ্ছে, হামলার নেপথ্যে রয়েছে আইএস-কে৷
আরও পড়ুন: শাহরুখ পুত্র আরিয়ানসহ গ্রেফতার ৩
আফগান মিডিয়া জানিয়েছে, কাবুলের পুল-এ-মাহমুদ খান এলাকায় বিস্ফোরণটি ঘটে৷ প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, মসজিদে প্রবেশে গেটের বাইরে বিস্ফোরণটি ঘটেছিল৷ সেই সময় আফগান সরকারের অনেক আধিকারিক উপস্থিত ছিলেন৷ বিস্ফোরণে একাধিক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ যদিও কতজনের মৃত্যু হয়েছে সে ব্যাপারে আফগান সরকার কিছু জানায়নি৷
#BREAKING: An explosion was reported in Eidgah mosque at the centre of Kabul. Taliban spokesperson says there are casualties.
— Tajuden Soroush (@TajudenSoroush) October 3, 2021