ওয়াশিংটন: কাবুল বিমানবন্দরে ফের হামলার আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার প্রেসিডেন্ট জো বাইডেন জানান, “আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যেই ফের কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা আছে।”
আরও পড়ুন : কাবুল বিস্ফোরণে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে ধারাবাহিক বোমা বিস্ফোরণ হয়। যার ফলে মৃত্যু হয়েছে প্রায় ১০০ জনের। এই ঘটনায় আফগান নাগরিক সহ ১২ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। এর পরে ফের স্বাভাবিক হয় বিমান পরিষেবা। ৩১ অগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেবে আমেরিকা। কিন্তু তার আগে মার্কিন সেনার তরফে খবর মিলেছে যে, আগামী দু’এক দিনের মধ্যেই ফের কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা আছে বলে জানান বাইন।