কলকাতা: রেস্তোরাঁয় (Resturant) খাবার (Food) খেতে কে না ভালোবাসে? সুস্বাদু খাবার, দারুণ অন্দরসজ্জা কিংবা পরিবেশ সবই যেন দারুণ লাগে। আজকাল বিভিন্ন রেস্তোরাঁয় বেশ নতুন নতুন থিম থাকে। কোনও রেস্তোরাঁ সাবেকি বাঙালি ধাঁচের, কোনোটি আবার সিনেমাপ্রেমী। কোনও রেস্তোরাঁর থিম সমুদ্র। যেমন কোনও রেস্তোরাঁর থিম টয়লেট বা জেলখানা, কোথাও আবার খেতে দেওয়া হয় নারীদেহের উপর। একবার ঘুরে আসবেন নাকি সেসব রেস্তোরাঁ থেকে?
ন্যুড রেস্টুরেন্ট, লন্ডন
লন্ডনে একটি রেস্তোরাঁ আছে যেখানে গ্রাহকদের নগ্ন হয়ে খেতে হয়। চমকে উঠলেন! কথাটা একদম সত্যি। এখানে শেফ থেকে শুরু করে ওয়েটার সকলেই নগ্ন থাকেন। যদিও এখানে খেতে যেতে হলে অগ্রিম বুকিং করতে হয়।
আরও পড়ুন: Raj Chakraborty | Abar Proloy | আসছে ‘আবার প্রলয়’, সাবধান
জেলে থিম রেস্তোরাঁ, চিন
এই চাইনিজ রেস্তোরাঁয়, কৃত্রিম কারাগারের ভিতরে গ্রাহকদের খাবার পরিবেশন করা হয়। এখানে ওয়েটার, শেফ জেলর এবং কাস্টমাররা পরে থাকেন বন্দির পোশাক।
আইস রেস্তোরাঁ, দুবাই
দুবাইয়ের এই রেস্তোরাঁয় পরিবেশন করা হয় বরফের মাঝখানে খাবার। এখানে খাবার খাওয়ার সময় মনে হয় যেন অ্যান্টার্কটিকায় চলে এসেছেন। রেস্তোরাঁটি তৈরি করা হয়েছে কৃত্রিম তুষার এবং কাচ দিয়ে।
টয়লেট রেস্তোরাঁ, তাইওয়ান
তাইওয়ান এমন একটি রেস্তোরাঁ রয়েছে যেখানে টয়লেট সিটে বসে খেতে হয়। শুধু তাই নয়, কাস্টমাইজড কমোডে করে খাবার দেওয়ার অর্ডারও করতে পারবেন। যাবতীয় খাবার ওই কমোডেই পরিবেশন করা হয়।