ওয়েবডেস্ক- হাসিনা সরকারের (Hasina Government) পতন থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার (Bangadesh Interim Government) গঠনের আবহে বাংলাদেশেই এক অস্থির পরিস্থিতি বিদ্যমান আছে। এবার নতুন করে বাংলাদেশে চাপানউতোর তৈরি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের পদত্যাগের জল্পনা। সেই দোলাচল আবহাওয়ার মধ্যেই ভারতীয় সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ।
হাসিনা সরকারের পতন হয় গতবছরের ৫ আগস্ট। তার কিছুদিন আগেই কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্সের সঙ্গে চুক্তি করে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক। চুক্তি অনুযায়ী কথা হয়েছিল বাংলাদেশের জন্য ‘ওশান-গোয়িং টাগ’ (‘Ocean-Going Tug) তথা বিশেষ ধরনের জাহাজ নির্মাণ করবে ভারতীয় এই সংস্থা। ১৮০ কোটি টাকার চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে। বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির মধ্যেই সেই চুক্তি হঠাৎ করে বাতিল করে দিল বাংলাদেশ।র
আরও পড়ুন- ইউনুসের উপদেষ্টার সহায়ক হয়ে ১০০ কোটির মালিক ছাত্র!
কেন, কী কারণে বাতিল তা নিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক (Bangladesh Defence Minstry) কোনও বিবৃতি দেয়নি। বিশ্লেষকদের মতে হাসিনার আমলে ভারত ও বাংলাদেশের মধ্যে এই চুক্তি হয়েছিল বলেই হয়তো বাতিল করা হয়েছে। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ডিফেন্স পারচেজের সঙ্গে ভারতের এই জাহাজ নির্মাতা সংস্থাটির মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয় ২০২৪ সালের ১ জুলাই। তার আগে দুবার ভারতে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওশান-গোয়িং টাগ
ওশান-গোয়িং টাগ হল অত্যন্ত শক্তিশালী ক্ষমতাসম্পন্ন বিশেষ এক ধরনের জাহাজ, যা মাঝসমুদ্রে বা উন্মুক্ত সাগরেও বিপন্ন জাহাজকে ‘টোও’ করে টেনে নিরাপদ স্থানে নিয়ে আসতে পারে। এই ধরনের জাহাজ ‘টাগবোট’ নামেও পরিচিত। এর আরেকটি বিশেষত্ব হল নিজের আকারের তুলনায় অনেক বড় জাহাজকে টেনে নিয়ে আসার ক্ষমতা রাখে। পৃথিবীর সব বড় বড় বন্দর ও হারবারে টাগবোট একটি অপরিহার্য অংশ।
দেখুন আরও খবর-