ওয়েবডেস্ক: বিপাকে মহম্মদ ইউনুস সরকার। চাপ বাড়াচ্ছে বাংলাদেশ সেনা (Bangladesh Army)। যার জেরে মায়ানমার নিয়ে অবস্থান বদলাতে বাধ্য হলেন মহম্মদ ইউনুস (Md Yunus)। মায়ানমারের (Myanmar) রাখাইন প্রদেশে হিউম্যানিটারিয়ান করিডোর (Humanitarian Corridor) গড়ার প্রস্তাব দিয়েছল ইউনুস সরকার। সেখান থেকে সরে এলেন ইউনুস। আমেরিকার অঙ্গুলি হেলনেই না কি ইউনুস এই প্রস্তাব দিয়েছিলেন। বুধবার বাংলাদেশের সেনা প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, সার্বভৌমত্বের উপর ক্ষতিকর এমন কোনও কাজে জড়াবে না বাংলাদেশ সেনা। কাউকেই ব্লাডি করিডোর করতে দেওয়া হবে না। জাতীয় স্বার্থ সবার আগে। যা হবে রাজনৈতিকভাবে ঐকমত্যের ভিত্তিতে। একটি ইন্টারভিউতে সেনা প্রধান ইউনুসকে দ্রুত নির্বাচন করতেও পরামর্শ দিয়েছেন তিনি। একইসঙ্গে সামরিক বিভাগে হস্তক্ষেপ করতে নিষেধ করেছেন।
এরপরই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, সরকার কোনও পার্টির সঙ্গে এই বিষয়ে আলোচনা করেনি। ভবিষ্যতেও করবে না। তবে এই বিষয়ে গত এপ্রিল মাসেই ইউনুসের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেইন বলেন, রাষ্ট্রপুঞ্জ বাংলাদেশের মধ্য দিয়ে একটি হিউম্যানিটারিয়ান করিডোর গড়তে চান। অন্তর্বর্তী সরকার শর্তের ভিত্তিতে নীতিগতভাবে এতে রাজি হয়েছে।
আরও পড়ুন: জাপানের বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতের প্রতিনিধি দলের বৈঠক
উল্লেখ্য, পূর্ব বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশন থেকে মায়ানমারের রাখাইন প্রদেশে সহায়তা করবার জন্য ওই করিডোরের কথা বলা হয়েছে। খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, কয়েকটি বাম পার্টি এর বিরোধিতা করে। রাখাইন প্রদেশে গৃহযুদ্ধ ও ভূমিকম্পের জন্য ২০ লক্ষ মানুষ দুর্ভিক্ষের কবলে। ওই এলাকা থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে চলে আসেন। এখন বাংলাদেশে প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গা রয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম ডিভিশনের কক্সবাজারে রয়েছে ১ লক্ষ ১৮ হাজার রোহিঙ্গা।
দেখুন অন্য খবর: