নয়াদিল্লি: কোনও একক শক্তি সমগ্র কিছুকে পরিচালনা করতে পারে না। নানাবিধ উপায়ে চিন বিশ্বের বড় অংশকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে যায়। কিন্তু তা কখনই সম্ভব হবে না। এমনই মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী মারিস পায়ন। ভারতের প্রতি বন্ধুত্বের বার্তাও দিয়েছেন তিনি।
ক্যাঙারুর দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের বন্দুত্ব নতুন নয়। সেই স্মৃতি মনে করিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী। তিনি বলেছেন, “মোদির নেতৃত্বে ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্ক মজবুত হয়েছে। নতুন ভারতের উদয় ঘটেছে। ভারত এমন একটা দেশ যার সুপ্রাচীন ঐতিহ্য রয়েছে। সেই সঙ্গে আধুনিকতাও রয়েছে এই দেশে।”
আরও পড়ুন- ‘আমিও কাশ্মীরি পণ্ডিত’, জম্মুতে বললেন রাহুল, ‘সুযোগসন্ধানী’ বলে খোঁচা বিজেপির
দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ভারতের মাটিতে বিপুল পরিমাণ বিনিয়োগের কথাও শোনা গিয়েছে অজি বিদেশমন্ত্রী মারিস পায়নের মুখে। তিনি বলেছেন, “আগামী দিনে অস্ট্রেলিয়া ভারতে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। নানাবিধ প্রযুক্তি এবং পরিকাঠামোগত উন্নয়নমূলক শিল্পে তা খরচ করা হবে। নানাবিধ শক্তি প্রকল্পেও বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে।”
ভারত উদীয়মান প্রযুক্তির সুপার পাওয়ার। এমনই মনে করে অস্ট্রেলিয়া। যা শোনা গিয়েছে ওই দেশের বিদেশমন্ত্রীর মুখে। ভারতের উৎপাদন শিল্পের একটা বড় ইতিহাস রয়েছে। আর সেই কারণেই ভারতে বিনিয়োগ করতে আগ্রহী অস্ট্রেলিয়া।
আরও পড়ুন- ব্রাহ্মণদের সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য, জামিন পেলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবা
চিন প্রসঙ্গে মারিস পায়ন বলেছেন, “চিনের উত্থান আমরা দেখেছি। অনেক মানুষকে দারিদ্র থেকে মুক্তি দিয়েছিল। কিন্তু তারপরের দায়িত্ব পালন করেত গিয়ে জটিলতা বৃদ্ধি করেছে। চিন সর্বদা সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চায়। যা কখনই সম্ভব নয়। একক শক্তি সবকিছু পরিচালনা করতে পারে না।” শনিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন মারিস পায়ন। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও সাক্ষাত করেবেন রাজনাথ সিং। একান্তে অনেক বিষয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে ।