ইসলামাবাদ: কট্টরপন্থীরা পাকিস্তানের পঞ্জাব প্রদেশে আরও একটি হিন্দু মন্দির ভাঙচুর করেছে। দিনের বেলা পাঞ্জাবের ভং শহরের গণেশ মন্দিরে কাপুরুষোচিত আক্রমণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়া৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে, ইমরান খানের দল পিটিআই নেতা জয়প্রকাশ লুহানা এমএনএ ঘটনার তীব্র নিন্দা করেছেন৷ একই সঙ্গে সরকারের কাছে কড়া পদক্ষেপের দাবি করেছেন৷
আরও পড়ুন- দিল্লি ধর্ষণ-খুন কাণ্ডের তদন্ত করবে ক্রাইম ব্রাঞ্চ
Strongly condemn today’s miserable attack by the offenders on Ganesh Temple located Bhoong Sharif near Sadiqbad.
I had informed this issue with @PakPMO and talked to @ChMSarwar They have assured strict action would be taken against the culprits of this downhearted incident.— Jaiparkash Luhana Ex MNA (@luhanajai) August 4, 2021
ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, একদল মানুষ মন্দির ভাঙচুর করছে৷ তারা শুধু মূর্তি ভাঙেননি, মন্দিরের ঝাড়বাতি, কাচের মতো আলংকারিক জিনিসপত্রও ভাঙচুর করেছে। একদল ভাঙচুর চালসানোর পাশাপাশি ঘটনা সময় আরেক দল মন্দির চত্বরে উপস্থিত ছিল।
আরও পড়ুন- পকসো আইনের অপব্যবহার হচ্ছে, সংশোধনের প্রয়োজন মন্তব্য কলকাতা হাইকোর্টের
পিটিআই নেতা এবং যুব হিন্দু পঞ্চায়েত পাকিস্তানের পৃষ্ঠপোষক জয় কুমার ধিরানি টুইট করে ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন, জেলার ভং শরীফের মন্দিরে জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। এই হামলা প্রিয় পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি দোষীদের জেলে ভরার জন্য।