কলকাতা টিভি ওয়েব ডেস্ক : এখনই আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরানোর বিষয়ে কোনও বার্তা দিলেন না মেজর জেনারেল উইলিয়াম হাঙ্ক ট্রেলর। মার্কিন সেনাকে হুঁশিয়ারি দিয়েছিল তালিবানরা। ৩১ অগস্ট পর্যন্ত আফগানিস্তানের বাসিন্দাদের উদ্ধারের পরিকল্পনা করেছিল মার্কিন সেনারা। তবে, তার আগেই মার্কিন সেনাদের আফগানিস্তান ছেড়ে দেওয়ার কথা বলেছে তালিবানরা।
৩১ অগাস্ট আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দিন ঠিক করেছিল বাইডেন সরকার। তবে, তার আগেই তালিবানরা সেনা সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। রাত পোহালেই ৩১ অগস্ট। এর মধ্যেই বার্তা দিলেন মেজর জেনারেল উইলিয়াম হাঙ্ক ট্রেলর।
মেজর জেনারেল জানিয়েছেন, আফগানিস্তানে মার্কিন সেনাদের অভিযান অব্যাহত রয়েছে, কাবুলে আটকে থাকাদের নিরাপত্তার উপরেই বর্তমানে তাঁদের নজর। এছাড়াও তিনি জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে হামলা আটকানো গিয়েছে। তবে, তিনি সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে কোনও বার্তা দেননি।
Military ops in Afghanistan continue, with our primary focus on safety & security of troops who remain in Kabul.On Sunday US military forces conducted an unmanned, over-the-horizon airstrike on a vehicle known to be an imminent ISIS-K threat: US Army Maj Gen William “Hank” Taylor pic.twitter.com/V9MlCabDt1
— ANI (@ANI) August 30, 2021
অন্যদিকে মার্কিন সেনা প্রত্যাহারের পরেই মন্ত্রিসভা গঠন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর নির্ধারিত দিনের মধ্যেই সমস্ত মার্কিন সেনা প্রত্যাহারের আশা করছে তালিবান। তাঁদের উদ্ধারকাজ শেষ হলেই ইসলামিক আমিরাত অব আফগানিস্তান গঠন প্রক্রিয়া শুরু করা হবে বলে জানানো হয়েছিল।
আরও পড়ুন – ‘আমাদের রক্ষা করুন’ রাষ্ট্রসঙ্ঘে খোলা চিঠি আফগান সাংবাদিকদের
আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহারের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছিল বিপদ। ইতিমধ্যেই হামলা হয়েছে কাবুল বিমানবন্দরে। তবে, ৩০ অগস্ট রাতেও মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে কোনও বার্তা না দেওয়ায় এখন তালিবানরা কি সিদ্ধান্ত নেবে দেখার অপেক্ষা সেটাই।