ওয়েবডেস্ক- দীর্ঘ বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi)। আট দিনের সফরে ঘানা-সহ পাঁচটি দেশে যাবেন প্রধানমন্ত্রী ৷ এর মধ্যে ব্রাজিলে (Brazil) ব্রিকস গোষ্ঠীর সম্মেলনে (BRICS summit) যোগ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিও রয়েছে তাঁর সফর সূচিতে ৷ সরকারি বিবৃতি দিয়ে কেন্দ্র সরকারের তরফে এই সফরসূচি জানিয়ে দেওয়া হয়।
আর্জেন্টিনা সফরে গিয়ে রাজধানী শহর বুয়েনস আইরেসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) মূর্তিতে মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯২৪ সালে আর্জেন্টিনায় (Argentina) গিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে অসুস্থ হয়ে পড়েছিলেন কবিগুরু। সেই সময় কবি সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর বাড়িতে তাঁদের আন্তরিক যত্নে সুস্থ হয়ে ওঠেন তিনি। এই দীর্ঘ সফরে ত্রিনিদাদ ও টোবাগো থেকে আর্জেন্টিনায় পৌঁছন মোদি ৷
প্রধানমন্ত্রী বাংলায় পোস্ট করে লিখেছেন, “বুয়েনস আইরেসে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানালাম ৷ গুরুদেব ১৯২৪ সালে আর্জেন্টিনা সফর করেছিলেন, তাঁর এই সফর, বহু মানুষ, বিশেষত: শিক্ষাবিদ ও ছাত্রছাত্রীদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। ভারতবর্ষে আমরা, আমাদের জাতির ইতিহাস ও সংস্কৃতিতে গুরুদেবের অবদানের বিষয়ে গর্বিত ৷ শিক্ষা ও জ্ঞানলাভের বিষয়ে তাঁর গুরুত্ব আরোপও বিশেষ প্রেরণাদায়ক ৷”বিশ্বকবির পাশাপাশি মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি ৷
বুয়েনোস এয়ারেসে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানালাম। গুরুদেব ১৯২৪ সালে আর্জেন্টিনা সফর করেছিলেন এবং তাঁর এই সফর, বহু মানুষ, বিশেষত: শিক্ষাবিদ ও ছাত্রছাত্রীদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল।
ভারতবর্ষে আমরা, আমাদের জাতির ইতিহাস ও সংস্কৃতিতে গুরুদেবের অবদানের… pic.twitter.com/7ApdpWliZ8
— Narendra Modi (@narendramodi) July 5, 2025
আরও পড়ুন- ব্রাজিলে প্রধানমন্ত্রী, যোগ দেবেন ব্রিকস সম্মেলনে
বিগত ৫৭ বছরে প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী আর্জেন্টিনা সফর করলেন। এই সফরে দেশের প্রেসিডেন্ট জ্যাভিয়ের মিলেই-র বিভিন্ন নিয়ে প্রধানমন্ত্রী মোদির আলোচনা হয়। প্রতিরক্ষা, বিরল খনিজ, ওষুধ, শক্তি ও খনি সেক্টরে দ্বিপাক্ষিক সহযোগিতা ও বাণিজ্যে সম্মত হয়েছে দুই দেশ ৷
আর্জেন্টিনা সফর শেষে প্রধানমন্ত্রী ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পৌঁছন ৷ স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় তাঁকে গ্যালেও বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এখানে চারদিনের সফরে ১৭ তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তারপর রিও ডি জেনেইরো থেকে রাজধানী ব্রাসিলিয়াতে যাবেন মোদি ৷
ব্রিকস গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলি- ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা ৷ এছাড়া ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং আরব আমির শাহিও এই গোষ্ঠীর সদস্য দেশ ৷
দেখুন আরও খবর-