ওয়েবডেস্ক: ভারত ও পাকিস্তান উত্তেজনার (Inida Pakistan Conflict) মাঝে সখ্যতা বাড়ল আমেরিকা (America) ও চীনের (China)। দুই দেশই একে অপরের উপর পারস্পরিক শুল্কের (Tariffs) হার ১১৫ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৯০ দিন চীনে মার্কিন পণ্যের (US products) উপর ১০ শতাংশ শুল্ক আরোপ থাকবে আরও আমেরিকায় চীনা পণ্যের উপর ৩০ শতাংশ শুল্ক কার্যকর থাকবে।
সুইৎজারল্যান্ডের জেনেভায় বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, গঠনমূলক ওদ দৃঢ় আলোচনার পর উভয় দেশ আগামী ৯০ দিনের জন্য শুল্ক কমাতে রাজি হয়েছে। এই চুক্তির আওতায় দুটি দেশ পারস্পরিক শুল্ক ১১৫ শতাংশ কমাবে। তাৎপর্যপূর্ণভাবে আমেরিকা ও চীনের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর আরোপ করেছিল ১৪৫ শতাংশ শুল্ক। সেটি কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনা হবে। পাশাপাশি চীন মার্কিন পণ্যের উপর আরোপ করা ১২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনবে। চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়ে যে দীর্ঘ অচলাবস্থা তৈরি হয়েছিল, তার অনেকটাই অবসান ঘটল। এই শর্ত লাগু হবে ১৪ মে থেকে।
আরও পড়ুন: চিনের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা আমেরিকার
আলোচনায় চীনের পক্ষে নেতৃত্ব দেন দেশটির সহকারি প্রধানমন্ত্রী হি লিফেং এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। স্কট আরও জানিয়েছেন, দুই দেশ একে অপরের ভাবনাকে সম্মান জানিয়েছে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, এটা মাথায় রাখতে হবে, আমরা কীভাবে এত তাড়াতাড়ি চুক্তিকে চূড়ান্ত রূপ দিতে পেরেছি । এই চুক্তির মধ্য দিয়ে এটাই প্রমাণিত হল, আমেরিকা ও চীনের মধ্যে মতের তেমন পার্থক্য ছিল না।
উল্লেখ্য, আমেরিকা ও চীনের মধ্যে যে শুল্ক যুদ্ধ চলছিল, তা ফলে বিশ্ব বাজারের আর্থিক টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার দুই দেশের এই সিদ্ধান্তে আসার ফলে কিছুটা স্বস্তি আসতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।
দেখুন আরও খবর-