কাবুল: আফগানিস্তানের উত্তরে পঞ্জাশির প্রদেশের দখল নিয়েছে তালিবান। সম্প্রতি এমনটাই দাবি করে কট্টরপন্থী ইসলামিক গোষ্ঠীটি। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন বিদ্রোহী বাহিনীর নেতা আহমেদ মাসুদ। সোমবার সোশ্যাল সাইটে ১৯ মিনিটের একটি অডিও বার্তা প্রকাশ করেন তিনি।
সেই অডিওতে নর্দান অ্যালায়েন্সের মুখপাত্র ফাহিম দাস্তির মৃত্যুর জন্য পাকিস্তানকে দায়ী করেন তিনি। পাকিস্তানে ড্রোন হামলায় ফাহিম এবং মাসুদের বাহিনীর লোকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাকিস্তানকে কার্যত এক হাত নিয়ে মাসুদ বলেন, পঞ্জাশিরে পাকিস্তানি আগ্রাসনে শুধু ফাহিম নয়, তাঁর নিজের পরিবারের কয়েকজন সদস্যের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, শুধু তালিবান একা নয়, এই যুদ্ধে পাকিস্তান ও অংশগ্রহণ করেছে। তবে ড্রোন হামলা মোকাবিলার জন্য তার সৈনিকরা প্রাণপণ লড়াই করছেন । তিনি আরও বলেন, পাকিস্তানের আচরণে সবাই অবহিত তবুও প্রতিদিন দেশ এখন চুপ করে রয়েছে বলে উষ্মা প্রকাশ করেছেন মাসুদ।
আরও পড়ুন: পাক যুদ্ধবিমানের লাগাতার বোমা, পঞ্জশিরের গভর্নর হাউজে তালিবানের পতাকা
Ahmad Massoud has released a 19 minute audio in which he confirms bombardment by Pakistan & Taliban in Panjshir which killed Fahim and many of Massoud’s family members. He asks Afghans to protest against Taliban. Resistance won’t stop. Asks international community for support. pic.twitter.com/as9sqrP4gv
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) September 6, 2021
অডিও ক্লিপে তালিবানের বিরুদ্ধে গোটা বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায়, তালিবান বদলে গেছে এবং পূর্বের চেয়ে আরও ভয়ঙ্কর আগ্রাসী হয়ে উঠেছে। তাই বিশ্বের উচিত তালেবানের সঙ্গে আলোচনা ছেড়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।
গতকাল রবিবার নর্দান অ্যালায়েন্স সঙ্গে লড়াইয়ে কমপক্ষে ৬০০ জন তালিবানের মৃত্যু হয় বলে জানা গিয়েছিল। তারপর সোমবার তালিবান সম্পূর্ণ পঞ্জাশির দখল করেছে বলে সোমবার তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন। এবারও সেই দাবি উড়িয়ে দেয় নর্দান অ্যালায়েন্স।
Taliban’s claim of occupying Panjshir is false. The NRF forces are present in all strategic positions across the valley to continue the fight. We assure the ppl of Afghanistan that the struggle against the Taliban & their partners will continue until justice & freedom prevails.
— National Resistance Front of Afghanistan (@nrfafg) September 6, 2021
আরও পড়ুন: পাক ড্রোনের সাহায্যে পঞ্জশিরে হামলা বলে দাবি রিপোর্টে, অস্বীকার তালিবানের
উল্লেখ্য, রবিবার তালিবানদের সঙ্গে লড়াইয়ে মারা যান নর্দ্যান অ্যালায়েন্সের মুখপাত্র ফাহিম দাস্তি৷ উত্তরের জোটের অন্যতম নেতা আহমেদ মাসুদের খুব ঘনিষ্ঠ ছিলেন তিনি৷ পঞ্জশিরে দু’পক্ষের গুলির লড়াইয়ের সময় মারা যান ফাহিম৷ মৃত্যু হয়েছে জেনারেল সাহিব আব্দুল ওয়াদুদ জুর নামে এক শীর্ষস্তরের যোদ্ধা৷ দু’জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নর্দ্যান অ্যালায়েন্স৷
এমন পরিস্থিতিতে আফগান যুদ্ধের মঞ্চে পাকিস্তানকে টেনে এনে কূটনীতিকে অন্য মাত্রায় নিয়ে গেলেন। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল।