ওয়েব ডেস্ক : হাফিজ সইদ (Hafiz Saeed) ও মাসুদ আজাহারকে (Masood Azhar) ভারতের হাতে তুলে দিতে প্রস্তুত পাকিস্তান! এমনটাই জানালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari)। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত (India) আলোচনানায় রাজি হলে এবং তথ্যপ্রমাণ দিয়ে সাহায্য করলে, হাফিজ সইদ ও মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিতে প্রস্তুত তারা।
বিলওয়াল (Bilawal Bhutto Zardari) ওই সাক্ষাৎকারে বলেছেন, ভারত ও পাকিস্তান সন্ত্রাসবাদ ইস্যুতে যৌথভাবে কাজ করতে পারে। সন্ত্রাসবাদ নিয়ে ভারত যদি পাকিস্তানের (Pakistan) আদালতে এসে প্রমাণ দেয়, তাহলে সাহায্য করা হবে। সঙ্গে তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদে অর্থায়নের মামলায় ৩৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত হাফিজ সইদ। আর মাসুদ আজহার আফগানিস্তানে আত্মগোপন করে রয়েছে বলে দাবি তাঁর। তবে তিনি জানিয়েছেন, ‘ভারত যদি জানায় আজহার পাকিস্তানের মাটিতেই রয়েছে, তাহলে আমরা খুশি মনে পদক্ষেপ নেব।’
আরও খবর : টেস্কাসে ভয়াবহ হড়পা বান! উদ্ধার ১৫ শিশুর দেহ, নিখোঁজ বহু
পাক বিদেশমন্ত্রীর এমন মন্তব্যকে নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের দ্বারা সিন্ধু নদীর (Sindhu River) জল বন্ধ করার কারণে জলসঙ্কটের কারণেই এমন নমনীয় অবস্থান নিচ্ছে ইসলামাবাদ। সেই কারণেই জঙ্গি প্রত্যর্পণের মতো সংবেদনশীল বিষয়ে ‘ইতিবাচক বার্তা’ দিচ্ছে পাকিস্তান।
বিলওয়াল জানিয়েছেন, পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন করে না। কিন্তু বার বার দেখা গিয়েছে, জঙ্গিরা প্রকাশ্যে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানে। ভারতে জঙ্গি হামলা নিয়ে পাক সরকারকে অতীত ও বর্তমানে একাধিক প্রমাণ দিয়েছে নয়াদিল্লি। কিন্তু পাক সরকারের তরফে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বরং দেখা গিয়েছে, জঙ্গিদেরকে সেনা নিরাপত্তা দেওয়া হয়েছে। কূটনৈতিক মহলের মতে, ভারত সরকার জল বন্ধ করার পর পাকিস্তানে তীব্র আকারে জলসঙ্কট দেখা দিয়েছে। সেই কারণেই পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari) গলায় শোনা গেল এমন নরম সুর।
দেখুন অন্য খবর :