ওয়েবডেস্ক: ফের শেখ হাসিনার (Sheikh Hasin) নামে বাংলাদেশের একটি আদলত গ্রেফতারি পরোয়ানা জারি করল। রবিবার একটি আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানো জারি করল। পরোয়ানা জারি হয়েছে হাসিনার বোনা রেহেনা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে। আর প্রায় ৫০ জনের নামে এই অভিযোগ দায়ের হয়েছে। রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অবৈধ জমি দখলের অভিযোগ তাঁদের নামে।
ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশ্যাল জাজ জাকির হুসেইন এই অর্ডার দিয়েছেন। দুর্নীতি বিরোধী কমিশন তাঁদের বিরুদ্দ্ধে চার্জশিট জমা দিয়েছেন। বিচারপতি জানিয়েছেন, ২৭ এপ্রিলের মধ্যে হাসিনাদের গ্রেফতার করে পুলিসকে রিপোর্ট দিতে হবে। ৫৩ জনের বিরুদ্ধ চাার্জশিট জমা দেওয়া হয়েছে। গত ১০ এপ্রিল হাসিনা ও তাঁর বোনের নামে গ্রেফতারি পরোনায়া জারি হয় ওই আদালতেই। অভিযোগ, গত ১৩ জানুয়ারি রেহানা পূর্বাচলে ১০ কোটির প্লট কিনেছেন ক্ষমতায় অপব্যবহার করে।
আরও পড়ুন: ‘আমেরিকা ছাড়ো,’ বিদেশিদের ৩০ দিনের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
উল্লেখ্য, ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী, গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। গত ৫ অগাস্ট হাসিনার ১৬ বছরের একটানা শাসনের পতন ঘটে। বিক্ষোভের জেরে ৭৭ বছরের হাসিনা ভারতে চলে আসেন। বাংলাদেশে গঠিত হয় মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। ইউনুসের আমলে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নেমে এসেছে। নারী নির্যাতন বেড়েছে। হাসিনা সরকারের সঙ্গে জড়িয়ে থাকা অনেককের জেলের অন্ধকারে ঠাঁই হয়েছে। হাসিনার দল আওয়ামি লিগের দল ছন্নছাড়া অবস্থা হয়। হাসিনা ভার্চুয়াল মাধ্যমে ইদানীং বক্তব্য পেশ করায় নতুন করে উজ্জীবিত আওয়ামি লিগ।
দেখুন অন্য খবর: