মালি: বড়সড় জঙ্গি হামলা আফ্রিকার মালিতে। জানা গিয়েছে, বৃহস্পতিবার মালির নাইজার নদীতে একটি সেনাঘাঁটিতে এই ভয়াবহ হামলা হয়। পাশপাশি সেই দিনই একটি যাত্রীবাহী বোটতেও হামলা করে জঙ্গিরা। বৃহস্পতিবার মালির এই ঘটনায় আল কায়দার সঙ্গে যুক্ত একটি গোষ্ঠী দায় স্বীকার করেছে। এই ঘটনায় সেখানকার সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
সরকারি এক বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ নাইজার নদীতে থাকা টিম্বাকটু নৌকার উপরে পর পর তিনটি রকেট দিয়ে হামলা চালায় জঙ্গিরা। তারপর মালির উত্তর গাও অঞ্চলের বাম্বায় একটি সেনাঘাঁটিতেও হামলা চালানো হয়। বিবৃতি অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে এই হামলায়। নিহতদের মধ্যে রয়েছেন ১৫ জন সেনা এবং ৪৯ জন সাধারণ মানুষ।
সরকারি ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, নৌকায় মূলত যাঁরা ছিলেন, তাঁরা সকলেই সাধারন নাগরিক। তবে সেই এলাকার স্থানীয়দের দাবি, যাত্রিবাহী নৌকাটিতে বেশ কিছু সেনাো কিন্তু সেই সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত মালির ওই অংশে রাস্তাঘাট ও রেলের অবস্থা একেবারেই শোচনীয়। ফলে যাতায়াতের জন্য অধিকাংশ যাত্রীই জলপথ ব্যবহার করেন। সেই সুযোগকেই এই দিন কাজে লাগায় হামলাকারী জঙ্গিরা। নাইজার নদীর জলপথ দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। সেই জলপথ দিয়ে বোট যাওয়ার সময় অতর্কিতে আক্রমণ করা হয়।