কাবুল: প্রকাশ্যে এল পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের নয়া সরকার তথা তালিবানের সম্পর্কের প্রকৃত ছবি। প্রকাশ্য রাস্তায় পাকিস্তানের গাড়ি থেকে খুলে নেওয়া হল পাক পতাকা। সেই সঙ্গে তা ছিঁড়ে দেওয়া হল উল্লাসের সঙ্গে। সাফল্যের সুরে দেওয়া হল ধর্মীয় স্লোগান।
এক মাসের বেশ সময় ধরে প্রবল প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আফগানিস্তান। গত অগস্ট মাসের ১৫ তারিখে কাবুলের দখল নেয় তালিবান। সেই সঙ্গে সমগ্র আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যায় তালিবানের হাতে। বহু মানুষ দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেন। বিভিন্ন রাষ্ট্র তালিবান সম্পর্কে বিরুদ্ধ অবস্থান নেয়। সমগ্র দেশ জুড়ে চরম অরাজক অবস্থার সৃষ্টি হয়।
এই পরিস্থিতি থেকে আফগানদের সুরাহা দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পাকিস্তান। একটি ট্রাক ভর্তি করে আফগানিস্তানে পাঠানো হয় নানাবিধ প্রয়োজনীয় সামগ্রী। যার নাম দেওয়া হয় ‘বন্ধুত্বের ট্রাক’। সেই গাড়ির সামনে পাক-আফগান বন্ধুত্বের বার্তা দিয়ে একটি ব্যানারও টাঙানো হয়। কিন্তু আফগানিস্তানে সেই গাড়ি যেতেই দেখা গেল ভিন্ন ছবি। বন্ধুত্বকে বুড়ো আঙুল দেখিয়ে ওই ‘বন্ধুত্বের গাড়ি’তে হামলা চালাল তালিবান।
পাকিস্তানের ছেঁড়া পতাকা হাতে তালিব
একদল অস্ত্রধারী লোক গাড়ির সামনে গিয়ে খুলতে শুরু করল পাকিস্তানের জাতীয় পতাকা। যেটি গাড়ির ডানদিকে লাগানো ছিল। একদল তালিব সেটি টেনে হিঁচড়ে খুলে ফেলে। সেই সঙ্গে ভেঙে ফেলা হয় পতাকার দণ্ডটি। শক্ত করে বাধা পতাকা। খুলতে কিছুটা সময় লাগছিল। সেই সময়ে গাড়ির সামনে থাকা বন্ধুত্বের বার্তা দেওয়া ব্যানারটি ছিঁড়ে ফেলে অস্ত্রধারী তালিব সদস্যরা। তারপরে পতাকা ছিঁড়ে দেওয়া হয় ধর্মীয় স্লোগান। এক তালিবকে শূন্যে গুলি ছুঁড়তেও দেখা গিয়েছে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন- ঘরে এক হাঁটু জল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খড়দহে একই পরিবারের ৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক মঞ্চে গুঞ্জন রয়েছে যে আফগানিস্তানে তালিবানের উত্থানের পিছনে রয়েছে পাকিস্তান। প্রকাশ্যে এমনই দাবি করেছেন একাধিক আফগান তারকা। যাদের মধ্যে পপ তারকা থেকে শুরু করে প্রাক্তন মেয়রও রয়েছেন। যারা এই মুহূর্তে আফগানিস্তানে নেই। পাকিস্তানের বন্ধুত্বের গাড়িতে হামলা চালিয়ে সেই সকল দাবিকে যেন হেলায় হারিয়ে দিল তালিবান।