নয়াদিল্লি: আমার কান্না পাচ্ছে। ২০ বছরে যা কিছু তৈরি হয়েছিল, সব শেষ। এখন সবটাই শূন্য। ভারতে মাটিতে পা রেখে এ কথা বললেন আফগানিস্তানের শিখ সাংসদ নরিন্দর সিং খালসা। রবিবার সকালে বায়ুসেনার বিশেষ বিমানে কাবুল থেকে ভারতে আসেন তিনি। ভারত সরকারকে ধন্যবাদও জানিয়েছে আফগান সাংসদ।
ভারতের মাটিতে পা রেখে তিনি বলেন, ‘আমি নরিন্দর সিংহ খালসা। কাবুলে থাকি। আমাকে উদ্ধার করার জন্য ভারত সরকার, নরেন্দ্র মোদি, ভারতের বিদেশমন্ত্রক, ভারতীয় বায়ুসেনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মতো বাকিদেরও উদ্ধার করা হবে বলে আশা করছি।’
কাবুল তালিবানদের দখলে চলে যাওয়ার পর থেকেই সেখান থেকে ভারতীয়দের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি। এর আগেও কয়েক হাজার প্রবাসীকে দেশে ফিরিয়েছে নয়াদিল্লি। শুধু ভারতীয়ই নয়, অন্যান্য দেশের নাগরিক, এমনকি দেশ ছাড়তে ইচ্ছুক আফগানদেরও ফেরাচ্ছে কেন্দ্র।
আরও পড়ুন: আফগানিস্তানের সরকারি কর্মকাণ্ডে যুক্ত হওয়ার দাবিতে সরব মহিলারা
রবিবার কাবুল থেকে দেশে ফিরলেন ১৬৮ জন। এর মধ্যে ১০৭ জন ভারতের নাগরিক। বাকিরা অন্য দেশের নাগরিক। তাঁদের মধ্যে নরিন্দরও ছিলেন। বায়ুসেনার বিশেষ বিমানে গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে নামেন তাঁরা। ভারতীয়দের ফেরাতে রোজ দুটি করে উড়ানের ব্যবস্থা করার চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। তবে এখনও কত ভারতীয় এই মুহূর্তে আফগানিস্তানে রয়েছেন, বিদেশমন্ত্রকের কাছে সেই হিসাব নেই।
সন্ত্রাস কবলিত কাবুলে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের দরজা। ভারতীয় দূতাবাসে হামলাও চালায় তালিবানরা। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বিশেষ ই-ভিসা চালু করা হয়েছে আটকে পড়া নাগরিকদের উদ্ধারের জন্য। দফায় দফায় ভারতীয়দের ফিরিয়ে আনছে স্বরাষ্ট্রমন্ত্রক। নর্থ ব্লক সূত্রে খবর, আজই আরও একশোর বেশি ভারতীয়কে দিল্লিতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: কাবুল থেকে বায়ুসেনার বিশেষ বিমানে দেশে ফিরলেন ১০৭ জন ভারতীয়