করাচি: পাকিস্তানের করাচি শহরের এক ব্যস্ত সড়কে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি সিংহকে হেঁটে বেড়াতে দেখা যায়। এ দৃশ্য দেখে লোকজন হতভম্ব ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। পরিবহনের সময় সিংহটি একটি গাড়ি থেকে পালিয়ে গিয়েছিল বলে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়। করাচির রাস্তায় সিংহের হাঁটাহাঁটির ওই দৃশ্যের ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল।
ওই প্রতিবেদনে জানা যায়, ওই সিংহটি একটি গাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। এরপর ওই সিংহটিকে করাচির রাস্তায় হাঁটতে হাঁটতে দেখা যায়। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, শহরের ব্যস্ত এক রাস্তায় একটি সিংহ ঘুরে বেড়াচ্ছে। করাচির এই রাস্তার নাম শারিয়া ফয়সাল।
আরও পড়ুন: দত্তপুকুর-কাণ্ডে নাম বেপাত্তা মোহিতের
পরে অবশ্য ঘটনাস্থলে পুলিশ গিয়ে সিংহটির থেকে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলে। পরে কর্তৃপক্ষ সিংহটিকে খাঁচার ভিতরে ঢোকাতে সক্ষম হয়। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানান, পরিবহণের সময় সিংহটি যে গাড়ি থেকে পালিয়েছিল, তার চালককে আটক করা হয়েছে। পুলিশের তরফে বলা হয়, তারা বন্যপ্রাণী বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। পাকিস্তানের বন্যপ্রাণী বিভাগের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, সিংহটির বয়স ছিল দু বছর।