কিয়েভ: ইউক্রেনে (Ukraine) ফের রাশিয়ার মিসাইল হানা (Russianv Missile Strike) । ঘটনার জেরে ছ’বছরের একটি শিশু-সহ সাত জন নিহত এবং ৯০ জন আহত বলে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে। আহতদের মধ্যে ১২ জন শিশু এবং ১০ জন পুলিশ অফিসার। জানা গিয়েছে, শনিবার ওই শহরে ছিল ছুটির দিন। প্রার্থনার জন্য লোক জন যখন চার্চে যাচ্ছিল তখনই এই হামলা চলে।
এই ঘটনা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি লিখেছেন, ‘চেরনিহিভ শহরের একেবারে কেন্দ্রে রাশিয়ান মিসাইলের হামলায় সেন্ট্রাল স্কোয়ার, একটি পলিটেকনিক ইউনিভার্সিটি এবং একটি থিয়েটার ক্ষতিগ্রস্ত।’ তিনি আরও জানান, ‘একটা সাধারণ শনিবারকে যন্ত্রণা ও হারানোর দিনে বদলে দিল রাশিয়া।’
আরও পড়ুন:পাকিস্তানে ফের জঙ্গি হামলায় মৃত্যু ১৩ জন শ্রমিকের, নিখোঁজ ৩
এদিকে, শনিবার ক্রেমলিন একটি ভিডিয়ো ফুটেজ সামনে এনেছে, যেখানে দেখা যাচ্ছে যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন লাগোয়া রুশ শহর রোস্তভ-অন-দনের সেনা সদর দফতরে বৈঠক করছেন কিইভের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো রুশ সেনা কম্যান্ডারদের সঙ্গে। ঘটনাচক্রে, ওই মিটিং হলো ডাচ অবং ড্যানিশ এফ-সিক্সটিন যুদ্ধবিমান ইউক্রেনে পাঠানোর ব্যাপারে ইউএসএ সবুজ সঙ্কেত দেওয়ার পরেই।