লস অ্যাঞ্জেলস: অবতরণের আগেই যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমান (Plane)। জানা গিয়েছে, যাত্রীদের নিয়ে মাঠের উপর ভেঙে পড়ে একটি ব্যবসায়িক জেট বিমান। ভেঙে পড়ার পরই আগুন ধরে যায় ওই বিমানটিতে। তাতে মোট ছ’জন ছিলেন। ঘটনাস্থলেই সকলের মৃত্যু হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে আমেরিকার লস অ্যাঞ্জেলস (Los Angeles) বিমানবন্দরের কাছে।
দুর্ঘটনার কবলে পড়া বিমানটি লাস ভেগাস থেকে আসছিল। তাতে চালক, বিমানকর্মী-সহ ছ’জন ছিলেন। লস অ্যাঞ্জেলসের রিভারসাইড কাউন্টির কাছে ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দর থেকে ১৩৭ কিলোমিটার দূরে ভেঙে পড়ে। ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ ভেঙে পড়েছে বিমানটি। দুর্ঘটনায় মৃত্যু হয় বিমানের ভিতরে থাকা ৬ জনেরই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। তারাই আগুন নিভিয়ে বিমানের ধ্বংসাবশেষ থেকে ছ’জনের দেহ উদ্ধার করে। তবে মৃতদের পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি।
আরও পড়ুন:Vande Bharat new Colour | জন্মথেকেই রং ছিল নীল-সাদা, তবে এবার হবে গেরুয়া
আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার বিষয়ে জানিয়েছে, রানওয়ে থেকে ৩০০ ফুট দূরে ভেঙে পড়ে বিমানটি। ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিংয়ের মাধ্যমে অবতরণের চেষ্টা করেছিল বিমানটি। সেখানকার আবহাওয়া অবতরণের জন্য একেবারেই অনুকূল ছিল না। এর জেরে এই বিপর্যয় ঘটেছে বলে মনে করা হচ্ছে। ক্যালিফর্নিয়ার জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, বিমানে কোনও গলদ ছিল কি না, যান্ত্রিক ত্রুটি না কি আবহাওয়াজনিত কোনও কারণ দুর্ঘটনার জন্য দায়ী, তা খতিয়ে দেখা হবে।