ওয়েব ডেস্ক: ফের উত্তপ্ত পাকিস্তানের (Pakistan) বালোচিস্তান (Balochistan)। এক স্কুলবাসে (School Bus) আত্মঘাতী বোমারু হানায় প্রাণ গেল পাঁচজনের, তাদের মধ্যে অন্তত তিনজন শিশু। বিস্ফোরণে আহত হয়েছে ৩৮ জন, তার মধ্যে একজন সরকারি আধিকারিক আছেন।
বালোচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছে। পৃথক বালোচিস্তান দেশের দাবিতে চলছে আন্দোলন, সংঘর্ষ এবং নাশকতা। বালোচিস্তান লিবারেশন আর্মি (BLR) সহ বহু বিচ্ছিন্নতাবাদী সংগঠন বারবার আঘাত হেনেছে। প্রসঙ্গত, বালোচিস্তান লিবারেশন আর্মিকে ২০১৯ সালে ‘সন্ত্রাসবাদী’ সংগঠনের তকমা দিয়েছিল আমেরিকা (USA)।
আরও পড়ুন: লস্কর ই তইবার সহ প্রতিষ্ঠাতা আমির হামজা চিকিৎসাধীন লাহোরের হাসপাতালে
ইয়াসির ইকবাল নামে এক স্থানীয় ডেপুটি কমিশনার জানিয়েছেন, আত্মঘাতী বিস্ফোরণটি হয়েছেন খুজদার জেলায়। সে সময় পাকিস্তানি সেনা পরিচালিত একটি স্কুলে পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল বাসটি। এখনও পর্যন্ত কোনও সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে সন্দেহ করা হচ্ছে, স্থানীয় বালোচ সম্প্রদায়ের কিছু বিচ্ছিন্নতাবাদী লোকজন এই কাজ করেছে। নিরাপত্তা বাহিনী থেকে সাধারণ মানুষের উপর হামলা তারা প্রায়ই করে থাকে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং শিশুদের মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি অপরাধীদের ‘পশু’ বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, এদের কোনওভাবেই রেয়াত করা যাবে না। নকভি এও বলেছেন যে শত্রুরা নিরপরাধ শিশুদের লক্ষ্য করে চরম বর্বরতা প্রদর্শন করেছে। আধিকারিকদের ধারণা, বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে পারে কারণ একাধিক শিশু আশঙ্কাজনক অবস্থায়।
দেখুন অন্য খবর: