মেক্সিকো সিটি: যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে মৃত্যু ২৭ জনের। এমনই ভয়াবহ পথদুর্ঘটনা (Road Accident) আমেরিকার পড়শি দেশ মেক্সিকোতে (Mexico)। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২৭ জনের। জখম হয়েছেন কমপক্ষে ১৭ জন। মেক্সিকোর ওক্সাকায় এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্য়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে নেমে ৬ জন যাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। যদিও তাঁদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় নিহত এবং আহতদের প্রতি সমবদেনা জানিয়েছেন ওক্সাকার গভর্নর জেনারেল।
মেক্সিকো প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মেক্সিকো সিটি থেকে বাসটি রওনা দেয় সান্তিয়াগো দে ইয়োসোন্দুয়াপের উদ্দেশে। মাঝপথে ম্যাগদালেনা পেনাসকো শহরের পাহাড়ি রাস্তায় আসতেই বিপাকে পড়ে বাসটি। গতি তীব্র থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৮০ ফুট গভীর খাদে পড়ে যায় ওই যাত্রীবাহী বাস। এর জেরে মৃত্যু হয় ২৭ জনের। আহত হয় ১৭ জন।
আরও পড়ুন: BJP | Jalpaiguri Incident | জেলা বিজেপি সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকলের উদ্ধারকারী বাহিনী। গুরুতর আহত অবস্থায় ১৭ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ৮০ ফুট গভীর খাদে সরাসরি পড়ায়, বাসের সামনের অংশটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। প্রসঙ্গত, মেক্সিকোর রাস্তা সরু হওয়ায় প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। এছাড়াও গাড়ির চালকের গাফিলতিও এর প্রধান কারণ বলে মনে করছে দেশের প্রশাসনিক মহল।