ওয়াশিংটন : ঠিক কুড়িটা বছর আগের কথা। প্রাণচঞ্চল ছিল গোটা শহর। অফিস থেকে স্কুল– ব্যস্ততা চরমে। কিন্তু, কিছু বুঝে ওঠার আগেই পর পর ভয়ঙ্কর শব্দ। যখন পথচলতি মানুষগুলোর সম্বিত্ ফিরল… ততক্ষণে চার পাশ মুড়ে গিয়েছে চিলচিত্কার আর কান্নায়। তারিখটা মার্কিন ইতিহাসে এক অন্ধকার দিন। ৯/১১।
দেখতে দেখতে কুড়িটা বছর কেটে গেল। সেই ক্ষত কিন্তু এখনও দগদগে। সে দিনের নিহত-আহতদের কথা বলতে বলতে আজও চোখের কোণা চিকচিক করে ওঠে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের। সে দিনের হামলা প্রমাণ করেছিল, মার্কিন নিরাপত্তার দুর্বলতা। তাই আজও প্রেসিডেন্ট বাইডেনকে বলতে হয়, “সেই ট্র্যাজিডিই তুলে ধরে আমাদের দুর্বলতা। মনে রাখতে হবে, ঐক্য-ই আমাদের একমাত্র শক্তি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে- আগামী দিনে তা আরও শক্তিশালী হবে।”
20 years after September 11, 2001, we commemorate the 2,977 lives we lost and honor those who risked and gave their lives. As we saw in the days that followed, unity is our greatest strength. It’s what makes us who we are — and we can’t forget that. pic.twitter.com/WysK8m3LAb
— President Biden Archived (@POTUS46Archive) September 10, 2021
সে দিনের হামলায় নিহত-আহতদের প্রতি শ্রদ্ধা-সমবেদনা জানিয়ে প্রেসিডেন্টের বক্তব্য, “ভয়ঙ্কর সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৭৯৯ জন। এর মধ্যে শুধু আমেরিকার নন, ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। স্বজন হারানোর কান্না শোনা গিয়েছিল নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া-সহ নানা জায়গা থেকে। আহতের সংখ্যা বলে শেষ করা যাবে না। প্রতিটি মানুষের-তাঁদের পরিবারের হাহাকার আজও আমাদের বেদনারত করে তোলে।”
আরও পড়ুন: চিনকে কড়া বার্তা দিয়ে ভারতের পাশে দাঁড়াল অস্ট্রেলিয়া
তিনি আরও বলেন, “অগ্নিনির্বাপক, পুলিশ, ইএমটি এবং নির্মাণ শ্রমিক, ডাক্তার ও নার্স যাঁরা সে দিন উদ্ধার কাজে এগিয়ে এসেছিলেন, প্রত্যেককে সম্মান জানাই। তাঁদের সহযোগিতার জন্যই আরও অনেক প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে।” একই সঙ্গে, সেই হামলার পরবর্তী সময় থেকে যে ভাবে মার্কিন সেনা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে, তার প্রশংসাও শোনা গিয়েছে বাইডেনের মুখে।
৯/১১ এর বিধ্বংসী হামলা (ছবি সৌজন্যে : গুগল)
সে দিনের হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে আজ শহরের নানা প্রান্ত যাওয়ার কথা প্রেসিডেন্ট জো বাইডেনের। থাকবেন স্ত্রী জিল বাইডেনও। গত কালও তাঁরা নানা জায়গায় গিয়ে নিহতদের শ্রদ্ধা জানিয়েছেন।
আরও পড়ুন: ‘৯/১১’, ‘পশ্চিমী চাপেই’ বাতিল হল তালিবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠান