ওয়েব ডেস্ক: জাল পাসপোর্ট চক্র থেকে আধার কার্ড নকল সহ বিভিন্ন ঘটনায় একের পর এক বাংলাদেশি গ্রেফতার হচ্ছে। শুধু লাগোয়া বাংলা নয়। সারা দেশ থেকেই। সাম্প্রতিক মুর্শিদাবাদে ওয়াকফ হিংসার ঘটনাতেই বাংলাদেশিদের জড়িত থাকার অভিযোগ উঠেছিল। বেআইনি বাংলাদেশিদের (Bangladesh) অনেক সময় বিএসএফ (BSF) ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর (BGB) মধ্যে সমন্বয় করে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এবার তাতে বাধা এল বাংলাদেশের তরফ থেকে। সূত্রের খবর, বুধবার সকালে ৫৭ জন অবৈধ বাংলাদেশিকে ফেরত দিতে গেলে বিজিবি ও সীমান্ত সংলগ্ন বাংলাদেশের বাসিন্দারা বাধা দেয়। ভারতের কোচবিহার ও বাংলাদেশের লালমনিরহাট (Lalmonirhat) সীমান্তে এই ঘটনা ঘটেছে।
১৩ জন অবৈধ বাংলাদেশি। বেআইনি ভাবে থাকছিল ভারতে। তাদের ফেরত পাঠানোর জন্য এদিন বিএসএফ তুলে দেয় বিজিবির হাতে। বাংলাদেশ ঢুকতে দিল না ওই ১৩ অবৈধ বাংলাদেশিকে। জানা গিয়েছে, শিশু সহ ওই ১৩ জন ঠাঁই দাঁড়িয়ে রইল জিরো লাইন। বেআইনি বাংলাদেশিদের স্বাভাবিকভাবে আর ভারতে ঢুকতে দেয়নি ভারতের সীমান্ত রক্ষী বাহিনী। কিন্তু নির্মমভাবে তাদের দেশেরই সীমান্ত রক্ষী ঢুকতে দিল না। সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে। তবে এই বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফের বক্তব্য জানা যায়নি। মহম্মদ ইউনুসের জমানায় বিজিবি গত জানুয়ারিতে সীমান্তে বেড়া দিতেও বিএসএফকে বাধা দেওয়া চেষ্টা করে। ইউনুসের জমানায় বাংলাদেশের ভারত বিদ্বেষ বেড়েছে।
আরও পড়ুন: দেশে বেহাল শিল্প? এপ্রিলে শিল্পোৎপাদন বৃদ্ধির হার তলানিতে
সম্প্রতি বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ নাজিম উদ দৌলা ভারতের এই বেআইনি বাংলাদেশিদের ফেরত দেওয়াকে ‘পুশ ইন’ মন্তব্য করে বলেছিলেন গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের ৪০৯৬.৭ কিমি সীমান্ত রয়েছে। তার মধ্যে বেড়া দেওয়া রয়েছে ৩ হাজার ২৩২ কিমি সীমান্ত। ২০১৬ সালের একটি তথ্য অনুযায়ী, ভারতে প্রায় ২ কোটি বেআইনি অভিবাসী রয়েছে। তার মধ্যে বেশিরভাগই বাংলাদেশি বলে দাবি।
দেখুন অন্য খবর: