ওয়েব ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের (Donald Trump) দ্বিতীয় মেয়াদকালে একাধিকবার কর্মী ছাঁটাইয়ের খবর সামনে এসেছে। সে সরকারি ফেডারেল কর্মী হোক কিংবা মার্কিন (USA) বহুজাতিক সংস্থা- সব ক্ষেত্রেই কর্মীদের অসন্তোষও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আর এবার সেই তালিকায় জুড়তে চলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র (NASA) নাম। আসন্ন সময়ে নাসা চাঁদ ও মঙ্গল গ্রহে মানব অভিযানের পরিকল্পনা করলেও ভেতর ভেতর মারাত্মক কর্মী সংকটে (Labour Crisis) পড়তে চলেছে সংস্থাটি। অন্তত সাম্প্রতিক কিছু রিপোর্ট সেদিকেই ইঙ্গিত করছে।
জানা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেদিন থেকে বিভিন্ন সরকারি দফতরে ফেডারেল কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছেন, সেদিন থেকেই নাসা-র কর্মীদের মধ্যে অসন্তোষ বেড়েছে। তার ফলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার প্রায় ৩,৯০০ কর্মী চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। নাসা সম্প্রতি এক বিবৃতিতে সেকথাই জানিয়েছে।
আরও পড়ুন: “তাড়াতাড়ি শেষ করো…,” গাজা নিয়ে ইজরায়েলকে বিরাট বার্তা ট্রাম্পের
নাসা জানিয়েছে, ‘ডিফার্ড রেজিগনেশন’ (Deferred Resignation) বা বিলম্বিত পদত্যাগ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে প্রায় ৩,০০০ কর্মী নাম লিখিয়েছেন। এর আগে প্রথম পর্যায়ে ৮৭০ জন এবং নিয়মিত অবসরের মাধ্যমে অনেক কর্মী অবসর নিয়েছেন। তাতেও নাসা-র কর্মী সংখ্যা কমেছে। হিসেব বলছে, ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার আগে যেখানে নাসা-র কর্মী সংখ্যা ছিল ১৮,০০০-এর বেশি, আসন্ন কয়েকমাসের মধ্যে তা নেমে আসবে প্রায় ১৪,০০০-এ। অর্থাৎ ২০ শতাংশের বেশি কর্মী হ্রাস পাবে নাসা-র বিভিন্ন বিভাগে।
তবে কর্মী কমলেও কোনও পরিকল্পিত মিশনে তার প্রভাব পড়বে না বলেই জানিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস জানিয়েছে, তারা চীনের আগে চাঁদে পৌঁছতে এবং প্রথম মানুষকে মঙ্গল গ্রহে পাঠাতে চায়। উল্লেখ্য, চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে প্রথম মানব অবতরণের পরিকল্পনা করেছে। তবে তার আগেই সেই মাইলফলক ছুঁতে চায় আমেরিকা।
দেখুন আরও খবর: