পবিত্র ত্রিবেদী
‘মন একে একে দুই, একাকার আমি, তুই…… স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম। এ বুকে বারোমাস তবু ভালোবাসারই মরশুম’।–এই গান শুনলেই অনেকের মনে উচাটন শুরু হয়। এখন ক্রিকেটের ভরপুর মরসুম। ক্রিকেট তো প্রেমের মতোই উত্তেজক। যৌবনের অ্যাড্রিনালিন ক্ষরণ করে। বিরাট কোহলিদের পুরুষ ও স্মৃতি মান্ধানাদের মহিলা ক্রিকেট দল একইসময়ে অস্ট্রেলিয়ার মাটিতে এই সপ্তাহে খেলতে নামছেন। ঠিক তার আগে, ভারতের মহিলা ক্রিকেটের আইকন, প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের একটি ইন্টারভিউয়ের অংশ ভাইরাল। পুরুষ ক্রিকেটার ও মহিলা ক্রিকেটারদের মধ্যে কোনও গোপন প্রেম হয়? জনপ্রিয় ভারতীয় পডকাস্টার রণবীর আলাহবাদিয়ার (Ranveer Allahbadia) প্রশ্নের জবাবে সলজ্জ হাসিতে জবাব দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেন মিতালি। গোপন অভিসারীণি? মিতালির ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘হয়। আমি এটা অস্বীকার করব না?’ সম্প্রতি তাঁর এই ইন্টারভিউয়ের শর্ট, এই অংশটি লক্ষ-লক্ষ দর্শক দেখেছেন। প্রচুর শেয়ার হয়েছে। ইন্টারভিউ দেওয়ার সময় ঝকঝকে, সপ্রতিভ মিতালির ৪২ বছর বয়সেও গ্ল্যামার বলিউডের অনেক উঠতি নায়িকাকেও হার মানাবে। রোম্যান্টিক ভাবনাদের ভিড় ক্রিকেটপ্রেমীদের কল্পনায়।
দীর্ঘদিন ধরেই ক্রিকেটাররা তরুণ সমাজের হার্টথ্রব। কোটি কোটি তরুণীরাই নন, বলিউডের গ্ল্যামার ক্যুইনরাও পুরুষ ক্রিকেটারদের প্রেমে কুপোকাত হয়েছেন। ঘরও বেঁধেছেন। সে শর্মিলা ঠাকুর-টাইগার পাতৌদি হোক বা হাল আমলের বিরাট কোহলি-অনুষ্কা শর্মা জুড়ি। ক্রমশ মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে মহিলা ক্রিকেটাররাও তরুণদের হৃদয়ে দোলা দিচ্ছেন। প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজ থেকে জাতীয় দলের স্মৃতি মান্ধানা অভিনয় জগতের তারকার চেয়ে গ্ল্যামারে কোনও অংশে কম নন। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের প্রেমে পড়েছিলেন। গাঁটছড়াও বেঁধেছিলেন (বিচ্ছেদ হয়েছে) কিংবা একসময় পাকিস্তানের ক্রিকেটার ইমরান খানের সঙ্গে বাঙালি অভিনেত্রী মুনমুন সেনের প্রেমের গুঞ্জনও শোরগোল ফেলেছিল।
আরও পড়ুন: নতুন ভূমিকায় সারা, বড় আপডেট দিলেন পিতা শচীন
অস্ট্রেলিয়ার জাতীয় পুরুষ ক্রিকেট দলের তারকা তথা আইপিএলের গত মরসুমে সবচেয়ে দামী ক্রিকেটার মিচেল স্টার্ক (Mitchell Starc) ও মহিলা ক্রিকেটার অ্যালিসা হ্যালির (Alyssa Healy) মতো কাপলের প্রেম কাহিনী সবাই জানেন। চেন্নাই সুপার কিংসের তারকা ঋতুরাজ গায়কোয়াড় ও মহারাষ্ট্রের মহিলা ক্রিকেটার উৎকর্ষ পওয়ারের গাঁটছড়া তেমনই আরেকটি ঘটনা। বর্ডার গাভাসকর টেস্ট সিরিজে ভারতের পুরুষ ক্রিকেট দল গত মাসের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলা শুরু করে। পাঁচ ম্যাচের সিরিজে আগামী জানুয়ারির ৭ তারিখে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ ম্যাচ খেলবে তারা। সেই সময় ভারতের মহিলা ক্রিকেট দলের তিন দিনের প্রথম একদিনের ম্যাচ খেলা হবে, আগামীকাল বৃহস্পতিবার ব্রিসবেনে অ্যালান বর্ডার ফিল্ডে। আগামী ১১ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ পার্থে ওয়াকা গ্রাউন্ডে। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ভারতের মতোই আবহাওয়া। এখন কলকাতা সহ দেশের বিভিন্ন অংশে শীতের মরসুম। অস্ট্রেলিয়াতেও গড় তাপমাত্রা ঘোরাফেরা করছে ২২ ডিগ্রির ঘরে। ক্রিকেট লাভারদের ক্রিকেটীয় রূপকথায় অনেকেই হয়তো ভাবছেন, এই মরসুমে খেলার উত্তেজনার মধ্যে গোপনে প্রেমের ঊষ্ণতাও জায়গা করে নেবে?
একটি জাতীয়স্তরের সংবাদমাধ্যমে গত অক্টোবর মাসে একটি ‘ডেটিং অ্যাপ’-এর করা একটি সমীক্ষার প্রতিবেদন তুলে ধরা হয়। সেখানে দাবি করা হয়েছে, ৭৯ শতাংশ ভারতীয় মহিলা জানিয়েছেন, যেসব পুরুষের মহিলাদের খেলার প্রতি আগ্রহ রয়েছে পার্টনার হিসেবে তাঁরাই প্রথম পছন্দের। যেসব পুরুষ মহিলা ক্রিকেটের প্রতি আগ্রহী তাঁদের প্রতি প্রেমের সম্পর্ক গড়ার ক্ষেত্রে আগ্রহ বেড়েছে। গত সেপ্টেম্বর মাসে ২৬ হাজার ৮৪৯ জন ১৮ থেকে ৪৩ বছর বয়সীদের সঙ্গে কথা বলে এই সমীক্ষা করা হয়। মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। ইতিমধ্যে বিসিসিআই বছর দুয়েক আগেই জানিয়েছে, ভারতে পুরুষ ক্রিকেটার ও মহিলা ক্রিকেটাররা সমান ম্যাচ ফি পাবেন। অস্ট্রেলিয়ায় শুরু হতে চলা পুরুষ ক্রিকেট দলের অ্যাডিলেড টেস্টের পিচে কৃত্রিম আলোর নীচে থাকবে ‘সবুজ ঘাস’ এমনই জানিয়েছেন পিচ প্রস্তুতকারক ডেমিয়ান হাউ। গোলাপী বলে খেলা হবে। গোলাপ তো প্রেমেরই প্রতীক। সেখানে কি ক্রিকেটারদের সবুজ মন গেয়ে উঠবে ‘মন একে একে দুই, একাকার আমি, তুই…… স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম। এ বুকে বারোমাস তবু ভালোবাসারই মরশুম’।
দেখুন অন্য খবর:
The post অস্ট্রেলিয়ায় একই সময়ে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেটাররা খেলছেন, অফস্টাম্পের বাইরে ভালোবাসার মরসুম? ফাঁস মিতালির first appeared on KolkataTV.
The post অস্ট্রেলিয়ায় একই সময়ে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেটাররা খেলছেন, অফস্টাম্পের বাইরে ভালোবাসার মরসুম? ফাঁস মিতালির appeared first on KolkataTV.