ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস।
আপনাদের সঙ্গে আমি অমৃতা। আজকে আপনাদের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যা শুনে আপনারা একটু অবাকই হবেন। রাতে ঘুম না আসার রোগের কারণ হতে পারে টিউবলাইট। অবাক হচ্ছেন তো, হ্যাঁ অন্তত গবেষণা একথা জানাচ্ছে।
গবেষণায় কী জানা যাচ্ছে?
* হালের গবেষণায় দেখা গিয়েছে, সূর্যের আলোর (Sunlight) অভাব এবং কৃত্রিম আলোর উপর নির্ভরতা বাড়ছে
* আর নির্ভরশীলতা উত্তরোত্তর বেড়ে চলায় মানুষের জীবনের গতিই বদলে গিয়েছে
* সূর্যের আলো হল সবচেয়ে শক্তিশালী জিনিস, মানুষের জীবনে প্রতিটি কাজ নিয়ন্ত্রণ করে আলো
আরও পড়ুন: Talk on Facts | Smoking | ধূমপান ডেকে আনে অন্ধত্বও! জানেন কী?
* গবেষকরা জানিয়েছেন, কৃত্রিম আলোর (Artificial Light) প্রভাবে শরীরে যে কত ক্ষতি হচ্ছে, সে সম্পর্কে মানুষের কোনও ধারণাই নেই
* মানুষের চোখে বিশেষ এক ধরনের কোষ থাকে
* যার সাহায্যে ঘড়ি না থাকলেও দিনের বিভিন্ন সময় সম্পর্কে মানুষ সচেতন থাকে
* কিন্তু দিনে বা রাতে যখন-তখন এই কৃত্রিম, তীব্র আলো চোখের মণির সংস্পর্শে এলে দেহ উল্টো ইঙ্গিত পায়
* ফলে রাতে জেগে থাকা এবং দিনের বেলা বেশি ধূসর মনে হয়
কী, ভাবছেন তো এটাও সম্ভব?