কলকাতা: আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে ব্রেন (Brain) বা মস্তিষ্ক। তাই শরীরের অন্যান্য অঙ্গের সুস্থ থাকার পাশাপাশি আমাদের মস্তিষ্কেরও সুস্থ থাকা খুবই জরুরি। সেকারণেই মস্তিষ্কের সুস্থতার সচেতনতা ও ব্যধি সম্পর্কে অবগত করতে প্রত্যেক বছর ২২ জুলাই ‘বিশ্ব ব্রেন দিবস’ (World Brain Day 2023) পালন করা হয়। ২০১৪ সালে প্রথম এই দিবস পালন করা শুরু হয়। চলুন জেনে নেওয়া যাক মস্তিষ্ককে সুস্থ রাখতে কী কী করবেন-
শরীরের রোগ প্রতিরোধে মস্তিষ্কের বিশেষ ভূমিকা– শরীর সুস্থ রাখতে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা অত্যন্ত জরুরি। যা খাবার থেকে তৈরি হলেও মস্তিষ্কের ভূমিকাও থাকে। শারীরিক অসুস্থতা মনকে প্রভাবিত করে। তাই এই পরিস্থিতিতে মস্তিষ্ক পারে আমাদের সুস্থ রাখতে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি।
পর্যাপ্ত ঘুম– শরীরকে সুস্থ রাখতে ঘুম অত্যন্ত জরুরি। তাই ব্রেন বা মাথাকে সচল রাখতে প্রতিদিন পর্যাপ্ত ঘুম প্রয়োজন। গবেষকদের মতে মস্তিষ্ককে সুস্থ রাখতে দিনে ৭-৮ ঘন্টা ঘুম দরকার। যাঁরা প্রতিদিন অন্তত ৭ ঘন্টা ঘুমোন তাঁদের মস্তিষ্ক কম ঘুমানো মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ থাকে। এ ধরনের মানুষের মানসিক স্বাস্থ্য যেমন অনেক ভাল থাকে তেমন দুশ্চিন্তা, বিষন্নতা থেকেও দূরে রাখে।
আরও পড়ুন:Roshan Family | Documentry | তথ্যচিত্রে রোশন পরিবার
খাদ্যাভ্যাস- খাবার আপনার মস্তিষ্ককেও প্রভাবিত করে। তাই মস্তিষ্ক সুস্থ রাখতে অ্যালকোহল, সিগারেট, তামাক, ফাস্টফুড, জাঙ্কফুড ইত্যাদি থেকে দূরে থাকুন। আখরোট, বাদাম, কুমড়োর বীজে থাকা উপাদান মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।
নিয়মিত যোগব্যায়াম- ব্রেনকে সুস্থ রাখতে মানসিক চাপ মুক্ত হওয়া জরুরি। তাই নিয়মিত যোগব্যায়াম এবং ধ্যান প্রতিদিনের জীবন-যাপনের তালিকায় যোগ করতে হবে। যোগব্যায়াম শরীরকে ফিট রাখতে সাহায্য করে। অন্যদিকে ধ্যান করলে মনের স্থিরতা বজায় থাকে। প্রতিদিন নিয়মিত হাঁটাও জরুরি ব্রেনের স্বাস্থ্য বজায় রাখতে।