কলকাতা: আর খানিক্ষন পরেই চন্দ্রগ্রহণ। গ্রহণ চন্দ্রের (Lunar Eclipse) হোক বা সূর্যের আগ্রহে থাকে সমস্ত মানুষ। স্থান সময়ে আকাশের দিকে তাকালে সেই দৃশ্য বললেন না অনেকেই। সম্প্রতি হাইব্রিট সূর্যগ্রহণের (Hybrid Eclipse) সাক্ষী থেকে পৃথিবীবাসী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সময় চলে এসেছে চন্দ্র গ্রহণের (Lunar Eclipse)। মহাকাশ বিজ্ঞানীরা (Scientists) জানিয়েছেন, এই বছর ২০২৩ মোট ৪ টি হতে চলেছে। এর মধ্যে দুটি চন্দ্রগ্রহণ এবং দুটি সূর্যগ্রহণ। যার মধ্যে একটি সূর্য গ্রহণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বছর যে চন্দ্রগ্রহনটি দেখা যাবে সেটি পেনাম্ব্রাল। আজ বুদ্ধ পূর্ণিমার (Buddha Purnima) দিনেই একই সঙ্গে ঘটবে চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৮.৪৫ মিনিটে এবং শেষ হবে রাত ১ টায়। মোট ৪ ঘন্টা ১৮ মিনিট ধরে চলবে এই গ্রহণ। কিন্তু দুঃখের বিষয় বিশেষজ্ঞরা বলছেন, প্রথম চন্দ্রগ্রহন ভারতের কোনও জায়গা থেকেই দেখা যাবে না।
আরও পড়ুন: Alorani Sarkar | Calcutta Highcourt | সিঙ্গেল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন আলোরানি
গ্রহণ ভারত থেকে না দেখা গেলেও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে অনেকেই এই বিশেষ দিনে নিরামিষ খাওয়া দাওয়া করেন। কিন্তু ভারত থেকে গ্রহণ না দেখা গেলেও গ্রহণ যেহেতো হবে সেই কারণে কী কী খাওয়া উচিত আর কীভাবে হয় উচিত জানেন? অথবা গ্রহণের সময় খাওয়া দাওয়া নিয়ে বিশেষজ্ঞদের মত কী, জেনে নেওয়া যাক।
গ্রহণ ঘিরে মানুষের মনে নানা সংস্কার থাকে। অনেকেই মনে করে এই সময় খাবার খেলে তাঁদের শরীরে খারাপ প্রভাব পড়বে। তাই তার থেকে প্রতিকার পেতে জল এবং খাবারের মধ্যে তুলসী পাতা ব্যবহার করে থাকেন অনেকেই। অনেকে আবার গ্রহণের দিন সাদা পোশাক বা সাদা খাবার, যেমন দুধ, দই, পনির, ভাত বর্জন করে থাকেন।
কিন্তু বৈজ্ঞানিক মতে, এই ব্যাখ্যার কোনও অর্থ নেই। কারণ গ্রহণের সময় অতি বেগুনি রশ্মির কারণে পরিবেশে ব্যাকটেরিয়ার পরিমান বেড়ে যায়. সেই কারণেই সেই সময় খাবার খেলে বিষক্রিয়া হতে পারে। কিন্তু এই পেমব্রানাল গ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না, তাই সেক্ষেত্রে এর প্রভাব তেমন একটা হবে না।